আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াহু মেসেঞ্জার ব্যবহারকারীরা সাবধান!!! (তাজুল ইসলাম মুন্না)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

আজকে মুতাসিমের সাথে চ্যাটিং করছিলাম।

দেখলাম আমার এন্টিভাইরাস (ইসেট স্মার্ট সিকিউরিটি) কিছু ভাইরাস ডিটেক্ট করছে আর কাটছে। ৬টার মতো কাটলো। মাঝেমধ্যেই এরকম পায়। আজকের ঘটনাটিকেও মাঝেমধ্যের মধ্যে ফেলে দিলাম। কিন্তু অবাক হয়ে দেখলাম ভাইরাসগুলো কাটার কারণে ইয়াহু মেসেঞ্জার হ্যাং করলো।

তারপরে মনে হলো ভাইরাসগুলো কোন প্রোগ্রাম ব্যবহার করে একসেস করলো দেখি। লগ-এ গিয়ে দেখলাম লেখা: Threat was detected upon access to web by the application: C:\Program Files\Yahoo!\Messenger\YahooMessenger.exe. বুঝতে পারলাম আমার সাধের ইয়াহু মেসেঞ্জারটিকে ব্যবহার করা হচ্ছে ভাইরাস ডাউনলোডের কাজে। ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করি আমরা বহুবিধ কাজে। আমি বলবোনা ইয়াহু মেসেঞ্জার ব্যবহার বন্ধ করে দিতে। শুধু বলবো একটু সাবধান থাকবেন।

নাহলে হয়তো আপনার পিসিটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যাবে। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।