আমাদের কথা খুঁজে নিন

   

হায় ইয়াজউদ্দিন!

Hope is immortal

: একি হলো হায়! : কী হলো ভাই? : আচানক এক খবরে লাগছে চক্কর মাথায় একি হলো হায়! বড় সাধে হয়েছিনু রাষ্ট্রপতি হয়েছিল বেজায় লাভ, ছিলো না তো কোন ক্ষতি। : তারপর? : তারপর আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদিও বাড়ল না তো, কমলো অনেক সম্মান তাতে হয়েছেটা কি রাজনীতিতে লজ্জা বলে আছে কিছু নাকি? তাই যদি হতো দেলোয়ারের মুখে আর কোন কথা থাকতো? চাঁদাবাজির দায়ে দোষী সন্তান পবন ঠিক যেন লঙ্কার রাজা রাবণ। দেলোয়ারও কি আর যায় কম ম্যাডামের দুই সোনার ছেলের কথা বলতে বলতে যায় তার দম। এতদিন জানতাম চোরের মায়ের বড় গলা হয় আজ জানলাম তা মহাসচিবেরও হয়! : তা আপনার কেন চক্কর দিচ্ছে মাথা বলুন তবে আপনার ব্যথার কথা। : কী বলব ভাই এতদিন যাদের জন্য করেছি সম্মান বিসর্জন তারাই আজ চায় আমার অভিশংসন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।