আমাদের কথা খুঁজে নিন

   

সর্দি



বড় স্যাঁতসেতে সব মনে হয় যেন সারাদিন ধরে কানে বেজে চলছে ঘুমপাড়ানি লরি কোন। অস্বস্তির অনুভূতি ছেয়ে আছে সমগ্র চেতন-অবচেতনে এর মাঝেও কোথা যেন এক সুড়সুড়ি মৃদু সুখকর, অবিরত। ক্ষণে ক্ষণে তরল হলুদাভ উৎকট স্বাদ শ্লেষ্মার সবেগ উদ্গীরন যক্ষারোগীর মরণগর্জন যেন এক এক। সুপ্ত ফুজিয়ামার স্বতস্ফুর্ত পুনর্জাগরন যেন অবিরত নি:সরন লাভার নাসিকাময় তালুর উল্টো পিঠের অবিরাম ঘর্ষনে ধর্ষিতা যেন তার অগ্রভাগ। ঝিম-ঝিমময় পরিপার্শ্ব পূর্বরাতে পায়িত সুরার মিষ্টি প্রভাব যেন অথবা ফেনসিডাইল। রাজ্যের যত আলসেমি জড়িয়ে রেখেছে সস্নেহে অদ্ভুত মায়াজালে, সারা স্নায়ুতন্ত্র আজ ছুটি চাইছে যেন বহু বছরের শ্রান্তি জেঁকে বসেছে তাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।