আমাদের কথা খুঁজে নিন

   

গেমস - ২, কোম্পানী অফ হিরোজ টিপস, রেইলস এ্যান্ড গানস ম্যাপ

ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!

রেইল এ্যান্ড গানস চার জন খেলোয়াড়ের জন্য বেশ ইন্টারেস্টিং একটা ম্যাপ। ম্যাপের মাঝ বরাবর তিনটা ভিক্টোরী পয়েন্ট। আমার এই গাইডের টারগেট নোভিস এবং এভারেজ লেভেলের মাঝামাঝির খেলোয়াড়রা। আমি এক্সিস নিয়ে লেখছি। প্রথমে ধরে নিচ্ছি 'ইজি' এ. আই. এর সাথে খেলবেন, কিন্তু স্ট্র‌্যাটেজিটা স্কেলেবল।

প্রথমেই ভেহরমাখট এইচ. কিউ. বানান পাইওনিয়ারদের দিয়ে। আরও অন্তত এক ইউনিট পাইওনিয়ার বানান দৌড়ে গিয়ে ভিক্টোরী পয়েন্ট নিতে। কমপক্ষে দুইটা ভিক্টোরী পয়েন্ট পাওয়াটা বেশ জরুরী। পাইওনিয়ারদের দিয়ে এরপর স্যান্ডব্যাগ বানান। আগে ডিফেন্স বানান, তারপর পয়েন্ট নিয়েন।

এরপর তাড়াতাড়ি এক এক করে দুইটা ভিক্টরী পয়েন্টে দুইটা হেভী মেশিনগান আনেন। এরপর আনেন দুই স্কোয়াড ভোকসগ্রেনেডিয়ার, দুই পয়েন্টের জন্য। তারপর মেইন হেডকোয়ার্টার স্কিরমিশ ফেজে আপগ্রেড করেন। তারপর ক্যাম্পফক্রাফট সেন্টার থেকে দুইটা মর্টার আনেন, দুই ভিক্টোরী পয়েন্টে বা মাঝামাঝি উপযুক্ত কোন জায়গায় রাখার জন্য। এরপর দুইটা স্নাইপার আনেন।

ফাইনালি যেটা দরকার সেটা হল দুইটা অ্যান্টি ট্যাংক গান। ব্যাস, অ্যালায়েডরা খত্তম! এখন এইগুলির নাম্বার বাড়াতে থাকেন আস্তে আস্তে। অতিরিক্ত একটা মেশিন গান, একটা অ্যান্টি ট্যাংক গান আর একটা মরটার খুব কাজের। বুঝে শুনে জায়গামত দু-একটা বাংকার বসান। ইঞ্জিনিয়ারদের ফ্লেম আপগ্রেডটা কিনে নেন, আরও একটা করে বাড়তি ইঞ্জিনিয়ার স্কোয়াড রাখতে পারেন, একটা ফ্লামেনভার্ফারের বদলে।

বাড়তি ভোকসগ্রেনেডিয়ার রাখা অপশনাল। স্নাইপারও বাড়তি রাখা আপনার ব্যাপার। এবার একটা রিজার্ভ ফোর্স বানাতে পারেন হয় তিন নাম্বার ভিক্টোরী পয়েন্টটার জন্য নাহলে এক্সট্রা কিছু ট্যাংকের জন্য। আমি এক্সট্রা ট্যাংক বানানোটাই প্রেফার করি। দুইটা স্টাগ আর একটা ভোকসগ্রেনেডিয়ার স্কোয়াড নেন, বা হয়তো ফ্লেমসহ ইঞ্জিনিয়ার।

তারপর এই ফোর্সটাকে র‌্যাপিড রিলিফ ফোর্স, শত্রু এলাকায় ঝটিকা আক্রমন বা পেনিট্রেশন/প্রোবিং এর ফোর্স বা তিন নম্বর ভিক্টরী পয়েন্ট আক্রমনের কাজে ব্যবহার করা যেতে পারে। ডিফেন্সিভ এক্সিস ডক্ট্রাইন এ ম্যাপে খুবই কাজের হওয়া উচিত। এই স্ট্র্যাটেজিতে জিততে ৪৫ মিনিটের বেশি লাগা উচিত না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.