আমাদের কথা খুঁজে নিন

   

** ধাক্কা.... ... অত:পর **

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
সকালে তমালের ঘুম ভাঙ্গলো আম্মুর ধাক্কা ধাক্কিতে -- ঐ ওঠ, সকাল হয়ে গেছে আর কত ঘুমাবি, নাস্তা করে ক্লাসে যা ... কিরে এখনো উঠলি না ? একটু পরে, বাথরুমের ফ্রেস হওয়ার জন্য ধাক্কা -- দরজায় নিজের তৈরী শব্দ সংকেত ... ঠুক ঠুক , নক নক ,ধুম ধাম, ধড়াম ... পরক্ষনেই আব্বুর রাগী চেহারায় দরজা খোলা দেখে চোখে মুখে ধাক্কা খেতেই হলো ... বাথরুমে ঢুকেও শান্তি নাই ... কারন সে ঢুকলেই ছোট ভাইটার ছোট হোক বড় হোক একটা প্রেসার লাগবেই ... সুতরাং দরজায় আবার ক্রমাগত ধাক্কা -- ধড়াম ধড়াম , ভাইয়াআআআআআআআআআ ....................... সেখান থেকে বের হতেই নাস্তার টেবিলে আব্বু আম্মুর পড়া বিষয়ক বকার ধাক্কা -- পরীক্ষা তো সামনে , পড়ার কি অবস্হা, সারাদিন তো বাইরে ঘুরে বেড়াও পড়ালেখা কখন করো শুনি ? এমন করলে তো পরীক্ষা খারাপ হবে .... পরিক্ষা যদি খারাপ হয় .... এর পরের কথাগুলো শুনতে শুনতে তমালের মুখস্ত হয়ে গিয়েছে, তাই ঐ দিকে মন না দিয়ে নাস্তায় ডিমের খোজ করতেই আরেকটা ধাক্কা খেতে হলো ... পিচ্চিটা নিজের জন্য বরাদ্দ ডিমের সাথে ওর ডিমটাও খাওয়ার পর পরই নিন্মচাপ অনুভুত হওয়াতেই বাথরুমের দরজায় আজকে অমন ধাক্কা দিচ্ছিলো ... বেজার মনে ঘর থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে পৌছে আজকে সুমীকে না দেখতে পেয়ে আবার ধাক্কা খেল ... ও তাকে ফেলে চলে গেল কিভাবে ? ... পাশের লোকটির কাছে সময় জানতেই কয়েকটি ক্রমাগত ধাক্কা খেতে হলো ... তার আজকে ক্লাস সকাল ৮টায়, এখন বাজে ৯টা ... সুমিকে বলেছিলো ৭:৩০ এ এখানে থাকবে ... এর পরের কথা হলো ... আজকে সকালে খুবই ইমপর্টেন্ট ২টা ক্লাস ছিল যেগুলোতে ও এখটু কাঁচা ..... এতগুলো ধাক্কা একসাথে হজম করতে না পেরে নিজেকে ধাক্কা মেরে মাটিতে লুটিয়ে ফেলতে ইচ্ছা জাগতেই পাশের মানুষটি হালকা ধাক্কা মেরে বললো -- বাস এসে গেছে প্রতিদিনকার মতো ধাক্কা ধাক্কি করে বাসে উঠে গন্তব্য পর্যন্ত বাসের ভিতরেও সামনে থেকে পিছনে ধাক্কাধাক্কি করতে করতে বাসস্টপে নামার সাথে সাথে হেলপার একপ্রকার ধাক্কা দিয়েই নামিয়ে দিলো ... ক্লাসের সামনে তার জন্য আরেকটি ধাক্কা অপেক্ষা করছিল ... দেখে ক্লাস শেষে সবাই বাসায় চলে গিয়েছে ... আর আজকের পরবর্তী সব ক্লাস প্রসপন্ড করা হয়েছে ... এদিক সেদিক তাকিয়ে সুমিকে দেখতে না পেয়ে আরেক ধাক্কা খেল ... ও কোনদিন তাকে ছাড়া বাসায় যায়না ... আজকে কিভাবে গেল ? মন খারাপ করেই নির্দিষ্ট বাসস্ট্যান্ডের দিকে রওনা হলো তমাল ... ঐখান থেকেই ওরা সব সময় বাস নেয় ... কিন্তু হঠাৎ মনে হলো নাহ ! ওখানে গেলে মনটা আরো খারাপ লাগবে ... এর চেয়ে আজকে এই স্টপ থেকেই গেটলক সার্ভিসে চলে যাবে। গেটলক সরাসরি ওর বাসার কাছের স্টপে থামে এর মাঝে আর শুধু এক জায়গাতে স্টপ করে... একটু একটু জলদি যেতে পারলে হয়তো সুমির সাথে ওদের হাটা পথেই দেখা হয়ে যাবে ... যে ভাবা সেই কাজ, একবুক আশা নিয়ে দ্রুত-সার্ভিসে চলতে না চলতেই দেখতে পেল পরের স্টপে সুমি ঠিকই ওর জন্য দাড়িয়ে আছে ... দুজন দুজনকে দেখে একসাথে ধাক্কা খেল ... সুমিকে অমন মন খারাপ দেখতে পেয়ে তমাল বাস-কন্টাকটরকে বললো বাস থামাতে, সে নামতে চায় ... বাস থামনে না শুনে পাগলপ্রায় তমাল বাসের দরজায় ধাক্কা দিতেই হেলপার আর কন্ট্যাক্টরের সাথে শুরু হলো ধাক্কা ধাক্কি ... এক পর্যায়ে রাগ সামলাতে না পেরে বাস কন্ট্যাক্টর আর হেল্পার তাকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দিতেই প্রথমে রাস্তার সাথে ধাক্কা এবং পর মুহুর্তে একটি চলন্ত প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারানোর আগে পর্যন্ত সে শুধু জানে কয়েকজন মানুষ ওকে ধাক্কাধাক্কি করে একটি গাড়িতে তুলছিলো আর বলছিল -- জলদি করে ছেলেটাকে হাসপাতালে নিয়ে চলুন ... অত:পর ......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।