আমাদের কথা খুঁজে নিন

   

সিমির জন্য এসএমএসঃ invalid keyword আসছে, সমস্যাটা ‍কোথায় ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

ব্লগে সিমির জন্য এসএমএস এর একটা অপশন দেখলাম, পদ্ধতিটা পচ্ছন্দ হলো, কেননা এটা সহজ । সব মানুষই, মানুষের বিপদে পাশে দাড়াতে চায় । কিন্তু সময় আর সুযোগ হয় না ইচ্ছা থাকলেও ।

কিন্তু এসএমএস এর পদ্ধতিটা পচ্ছন্দ হলো । যেটা করতে কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র । সাথে সাথেই এসএমএস পাঠালাম আর মনে হলো আরো মানুষকে জানাই । ফেসবুকে দুটো গ্রুপে ঢুকে বিষয়টা জানিয়ে একটা ম্যাসেজ পাঠালাম সকল সদস্যদের আর স্ট্যাটাস এ লিখলাম। ফেসবুক থেকে বের হয়ে সেল হাতে নিয়ে দেখলাম লেখা- invalid keyword. কি ব্যাপার?? আবার ব্লগে ঢুকে দেখলাম যেখানে এবিষয়ে পোস্ট দেখেছিলাম, SIMI লেখা ।

ভাবলাম আমারই ভুল (simi লিখেছিলাম) আবার ভুল শুধরে এসএমএস করলাম, কোন রিপ্লাই না পেয়ে ভাবলাম এবার ঠিক আছে, আবার সব জায়গা শুধরে দিলাম । কিন্তু কিছুক্ষণ পর ফিরতি ম্যাসেজ দেখলাম invalid keyword. সমস্যাটা ‍কোথায় ?? বুঝতে পারছি না, ফেসবুকের কয়েকজন বন্ধু জানিয়েছে তারাও একই রিপ্লাই পেয়েছে । দয়া করে সংশ্লিষ্টরা জানান, সমস্যা কোথায়, যেন এতো মানুষের পয়সা গুলো ওই রক্তচোষাদের পেটে না যায়, আর পাবলিকের একটা মাইরও মাটিতে পড়ত না (আমার পিঠে পড়ব!! )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।