আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলা নির্বাচনে 'মহাজালিয়াতি' হয়েছে: খোন্দকার দেলোয়ার

এখন কিচ্ছু মনে আসতেছে না। পরে কইমুনে........

২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের মত উপজেলা নির্বাচনেও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। নির্বাচনে 'মহাজালিয়াতি' হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনে প্রত্যাশার চেয়ে কম ভোট পড়ার দিকে ইঙ্গিত করে দেলোয়ার বলেন, "উপজেলা নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি কারণ তারা এক প্রতীকে ভোট দেয় আর বিজয়ী হয় অন্য প্রতীক। " শুক্রবার সন্ধ্যায় নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

নির্বাচনে মহাজালিয়াতির অভিযোগ এনে খোন্দকার দেলোয়ার বলেন, "গত ২৯ ডিসেম্বর এত ভোটার উপস্থিত হয়েছিল যে নির্বাচন কমিশন বলেছিল, '৯০ থেকে ১০৫ ভাগ ভোট পড়েছে। তাহলে কী সেই সময় জীনে ভোট দিয়েছিল? তাহলে উপজেলা নির্বাচনে ওইসব ভোটার গেল কোথায়?" উপজেলা নির্বাচনে প্রথাগতভাবেই জাতীয় নির্বাচনের তুলনায় কম ভোট পড়ে থাকে উল্লেখ করেও প্রধান নির্বাচন কমিশনার প্রত্যাশার তুলনায় কম ভোট পড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। খোন্দকার দেলোয়ার বলেন, "দেশ আজ এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। আওয়ামী লীগের গণতন্ত্রের যে নমুনা তা উপজেলা নির্বাচনেই দেখা গেছে। কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারকে বের করে দেওয়া, তাদেরকে মারধোর করার ঘটনা থেকে প্রতীয়মান হয়েছে তারা কেমন গণতন্ত্র চায়।

" সুত্র: বিডিনিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.