আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলা নির্বাচন প্রসঙ্গে ।।

আমি সাধারনের থেকেও সাধারন , অসাধারনের চেয়েও অসাধারন । । তবুও আমি তোমাদের একজন । ।

আজ সাভার উপজেলার নির্বাচন নামের এক রম্য খেলা আরম্ভ হইলো ।

। গত কয়েকদিন ধরেই দেখতেছি এলাকার কিছু অশিক্ষিত ছেলেরা এই নির্বাচনকে কেন্দ্র করে এলাকাতে জোরালো মিছিল করে এলাকাতে কাঁপিয়ে যাচ্ছে । । আমি এখন প্রর্যন্ত এই নির্বাচনের কোনো নেতা অথবা নেত্রীর সাথে ভালো কোনো শিক্ষিত মানুষকে দেখি নাই । ।

অতএব ধরেই নিছি যে এই নির্বাচনে সব অশিক্ষিত আর গাধারাই কাজ করে কর্মী হিসেবে । । তাই নিজের পরিবারকে নির্বাচনে ভোট দিতে মানা করে দিছি । ।

সকালে অনেকেই বাসায় এসেছিলো আম্মুকে ভোট কেন্দ্রে নিয়ে যাবার জন্যে ।

। যারা এসেছিলো তারা আমার অনেক জুনিয়ার এবং তাদের শিক্ষাগত যোগ্যতা প্রায় শুন্যের কোঠায় কিন্তু তারা এখন নির্বাচন কর্মী । আমার প্রশ্ন যার মাঝে সামান্য শিক্ষা নাই তার মাঝে আবার কর্মী হবার যোগ্যতা কীভাবে হয় ??? তাদের হয়ত কিছু টাকা দিয়ে বলেছে ঐ বাসায় গিয়া ভোটার ডেকে নিয়া আসবি । । আমি সব গুলারেই অপমান করে তাড়াইয়া দিয়েছি ।



নির্বাচন মানে প্রার্থী নির্বাচন নয় । । নির্বাচন মানে যোগ্য প্রার্থী নির্বাচন । ।

আমি কাউকেই এইবারে যোগ্য মনে করি নাই তাই আম্মু আব্বুকে ভোট কেন্দ্রে যাইতে দেই নাই ...

(এটা সম্পূর্নই আমার ব্যক্তিগত মতামত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.