আমাদের কথা খুঁজে নিন

   

রেপিড শেয়ার থেকে ফাইল ডাউনলোড করুন বিকল্প/পেইনলেস উপায়ে: as smooth as silk (প্রিমিয়াম ইউজারদের জন্য নয়)

ভালো লিখতে ইচ্ছা করে, কিন্তু পারিনা। সময়ের অভাবটা কারণ নাকি অজুহাত...
ইন্টারনেট ফাইল শেয়ারিং ওয়েব সাইট গুলোতে এখন পাওয়া যায় না এমন জিনিসের নাম বলা খুবই কঠিন। যেকোন লেটেস্ট সফটওয়্যার, নতুন মুভির ডিভিডি কোয়ালিটি কপি, ভয়ংকর দরকারী বই এর পিডিএফ, গ্রাফিক্স ডিজাইনের দুর্দান্ত সব আইটেম/টেম্প্লেট, কেবল আজকে রিলিজ পাওয়া মিউজিকের mp3, সব ধরনের গেমস..... আরো অ...নেক কিছু যার সব উল্লেখ করছি না তবে এককথায় you just name it and you'll get it টাইপের কম্পিউটারে ইউজ করতে পারেন এমন সবকিছুরই এক অফুরান সম্ভার এই শেয়ারিং সাইটগুলো। শেয়ারিং সাইটগুলোর নাম উল্লেখ করতে গেলে প্রথমেই চলে আসে রেপিড শেয়ার, ডিপোজিট ফাইলস, ইজি শেয়ার, জেড শেয়ার, মেগাআপলোড, আপলোডিং ডট কম সহ আরো অসংখ্য সাইটের নাম। এদের মধ্যে সবার pioneer এবং সবথেকে সমৃদ্ধগুলোর একটি হলো রেপিড শেয়ার (www.rapidshare.com )।

এই সাইটগুলোর মূলনীতি হলো আপনি শেয়ার করতে চান এরকম ফাইল এখানে আপলোড করতে পারবেন (রেপিড শেয়ার ফ্রি ইউজারদের একেকটি ১০০ মেগাবাইটের ফাইল আপলোড করতে দেয়) এবং আপলোডের পর আপনি একটি লিংক পাবেন ওই ফাইলটি ডাউনলোড করার জন্য। এবার আপনি ওই ডাউনলোড লিংকটি শেয়ার করুন যেখানে এবং যতজনের সাথে খুশি। এরকম শেয়ার করতে ইচ্ছুক ইউজারদের আপলোড করা ফাইলের সমন্বয়েই এই সাইটগুলোতে আছে লক্ষ লক্ষ ডাউনলোডেবল ফাইল। যারা এই সাইটগুলোর সাথে পরিচিত, এবং যারা পরিচিত হতে চান তাদের জন্য একটি দু:সংবাদ হলো আমাদের মতো ফ্রি ইউজারদের এখানে প্রথম ফাইল ডাউনলোড করার সময় ৩০ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে এবং আরো বিরক্তিকর হলো একটি ফাইল ডাউনলোড হবার পর পরের ফাইলটি ডাউনলোড করতে গেলে আপনাকে ১৫ মিনিট থেকে দেড় ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে (আগের ডাউনলোড করা ফাইলটির সাইজের উপর নির্ভর করে)। মোট কথা মাল্টিপল ফাইল ডাউনলোড করার সময় সারাক্ষন আপনাকে খেয়াল রাখতে হবে কখন আপনি আবার পরের লিংকটি পাবেন।

এসবই আসলে এদের প্রিমিয়াম এ্যাকাউন্ট বিক্রি করার জন্য (এখন ৩০ ইউরো/৩ মাস) ডেভেলপ করা সিষ্টেম। এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে নিচের এই সফটওয়্যারটি দারুন কাজের: সফটওয়্যারটির ফিচারগুলো হচ্ছে: ১. আপনি যত খুশি রেপিড শেয়ার ফাইলের লিংকস এখানে এ্যাড বা পেষ্ট করে রাখতে পারেন ২. ফ্রী ইউজারদের জন্য একাধিক ফাইলের মধ্যবর্তী সময়ের গ্যাপ (ইউজার কনফিগারেবল, ডিফল্ট ১ মিনিট পর পর) সফটওয়্যারটি নিজে চেক করতে থাকবে এবং রেপিড শেয়ার ডাউনলোড এলাউ করা মাত্র অটোমেটিক আবার ডাউনলোড করবে যতক্ষন না আপনার সব ফাইল ডাউনলোড শেষ হয়। ৩. ফাইল ডাউনলোড শেষ হলে সেটার অটো এক্সিকিউশন বা কম্পিউটার শাটডাউন কনফিগার করা সম্ভব। ৪. এরর যুক্ত লিংক (যদি থাকে) ওভারলুক করে পরের লিংকটি অটো চালু হবে। ৫. কারেন্ট চলে গেলে বা নিজে সফটওয়্যারটি বন্ধ করলে ডাউনলোড না হওয়া লিংকগুলো আবার একই অবস্থায় ফেরৎ পাবেন।

৬. রেপিড শেয়ার লিংক লিষ্ট যোগ করা যায় (এডভান্সড ইউজারদের জন্য) ৭. সফটওয়্যারটি ডাউনলোড এক্সিলারেটর নয় কিন্ত এর ডাউনলোড স্পিড যথেষ্ট ভাল। ৮. খু্বই সিম্পল ইউজার ইন্টারফেস, ইন্সটল করার দরকার নেই, আনরার/আনজিপ করে exe ফাইল ডাবল ক্লিক করুন। ৯. আর সবচেয়ে বড় ফিচার সফটওয়্যারটি খুবই ছোট, মাত্র ৪৮ কিলোবাইট (RAR ফাইল) বা ৫০ কিলোবাইট ( ZIP ফাইল) ১০. এটি একটি ফ্রী সফটওয়্যার। রিকয়্যারমেন্ট: মাইক্রোসফট ডট নেট ভার্সন ২.০ বা আপার ইন্সটলড থাকতে হবে। এক্সপি সার্ভিস প্যাক ৩.০ বা ভিসতা থাকলে আলাদা ইন্সটল করার দরকার নাই।

ডাউনলোড লিংকঃ যাদের উইন রার, ল্যাপ্লাস বা সেভেন জিপ আছে তারা এখানে ক্লিক করুন যাদের উপরের আনজিপ সফটওয়্যারগুলো নাই তারা এখানে ক্লিক করুন যাদের রেপিড শেয়ারে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তাদের জন্য ইজি শেয়ার লিংক আমি নিজে এই ছোট্ট ইউটিলিটিটি ইউজ করার পর আর কখনো রেপিড শেয়ারের ডাউনলোড পেজে যাইনি। ব্রাউজিং চলাকালীন, কাজের ফাকে বা রাতে ঘুমানোর আগে একটি লিষ্ট ধরিয়ে দিয়ে নিশ্চিন্ত!! যারা রেপিড শেয়ারে প্রয়োজনীয় ফাইল খুঁজে পেতে চান তারা এই ওয়েব সাইটটি ইউজ করে দেখতে পারেন। এরকম আরো অনেক সার্চ ইন্জিন আছে রেপিড শেয়ারের ফাইল খোঁজার জন্য। ইউজ করতে বা ডাউনলোডে সমস্যা হলে কমেন্টে জানাবেন। ফিডব্যাক দেবার চেষ্টা করবো।

হ্যাপি ডাউনলোডস...........
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.