আমাদের কথা খুঁজে নিন

   

আমার পছন্দের গত এক দশকের সেরা ওয়ানডে একাদশ.....

আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..

দীর্ঘ বক্তব্য না দিয়ে বরং একাদশের খেলোয়াড়দের পরিচয়টাই দেয়া যাক: ১. ক্রিস গেইল: গেইলের মত বিস্ফোরক ব্যাটসম্যানকে দিয়ে ইনিংস সূচনা করতে চাইবেন যে কোন ওয়ানডে অধিনায়ক। ভালো বলেও সে যেভাবে ছক্কা মেরে দেয় সেটি রীতিমত অবিশ্বাস্য, সঙ্গে তার স্পিন বোলিংটাও ওয়ানডের জন্য কার্যকরী। ২. শচীন টেন্ডুলকার শচীন ওয়ানডের অটোমেটিক চয়েস। তার ব্যাপারে নতুন করে বলাটাও বাহুল্যের পর্যায়ে পড়ে। তবে, শচীনের ব্যাটসম্যানশিপের আড়ালে তার বোলিংটা প্রায়ই ঢাকা পড়ে যায়, অথচ এমন অনেক ম্যাচ আছে যেখানে বোলার শচীনই ইন্ডিয়ার জয়ের নায়ক হয়েছে।

৩.এডাম গিলক্রিস্ট শুধুমাত্র কিপার হিসেবে বিবেচনা করলেও গিলক্রিস্টের প্রতিদ্বন্দ্বী কেউ নেই। এর সঙ্গে তার বিধ্বংসী ব্যাটিংটা যোগ করুন; এরপর ওয়ানডাউনে গিলক্রিস্টকে বসিয়ে কাকে খেলাবেন সেটা আপনার বিবেচনায় রেখে দিলাম। ৪. রিকি পণ্টিং পন্টিং হচ্ছে সেই ব্যাটসম্যান যাকে আপনি যে কোন পজিশনে খেলাতে পারবেন। ওয়ানডেতে তার স্ট্রাইক রেট এবং এভারেজ দেখুন। এরপর বিচারের ভার আপনার।

৫. জ্যাক ক্যালিস ওয়ানডে দলে আপনাকে অলরাউণ্ডার রাখতেই হবে। এবার ক্যালিসের প্রসঙ্গে আসা যাক। ব্যাটিং-বোলিং , কোন ভূমিকায় তাকে দেখতে চান? আমার মিডল অর্ডারে ক্যালিসের মত একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকেই বেশি প্রয়োজন। ৬. মাইকেল বেভান "দ্য ফিনিশার " বেভানের কথা মনে আছে তো? চার-ছয় না মেরেও কিভাবে রানের চাকা সচল রাখা যায়, তা বেভানের মাধ্যমেই ওয়ানডে ক্রিকেট সবচেয়ে ভালোভাবে দেখতে পেয়েছে। ৭. এন্ড্রু ফ্লিন্টফ আবারও সেই অলরাউণ্ডার প্রসঙ্গ।

ফ্লিন্টফ যে কী জিনিস সেটা শেন ওয়ার্নের এক মন্তব্যেই সুস্পষ্টভাবে বোঝা যায়। অষ্ট্রেলিয়ার দোর্দণ্ড প্রতাপশালী দলেও সে ফ্লিন্টফের মানের একজন অলরাউণ্ডারের অভাব বোধ করেছিল। ৮. ল্যান্স ক্লুজনার ৯৯ এর বিশ্বকাপের কথা মনে আছে? ক্লুজনারকে দলে রাখার জন্য ওই একটা টুর্ণামেন্টই যথেষ্ট। তবুও , এর সঙ্গে তার ধারাবাহিক অলরাউণ্ড পারফরমেন্সকেও স্মরণে রাখতে হবে। ৯,. ওয়াসিম আকরাম বোলার ওয়াসিম আকরামকে নিয়ে বোধকরি কারো সংশয় নেই।

সঙ্গে লোয়ার অর্ডারে তার ব্যাটিং দলের বাড়তি প্রাপ্তি। । । ১০. ডেনিয়েল ভেট্টোরি ওয়ার্ন বা মুরালীকে বাদ দিয়ে ভেট্টোরিকে নেয়ার প্রধান কারণ হচ্ছে সে বলে ফ্লাইটের চেয়ে স্ট্রেইটার বল বেশি করে, যেটা ওয়ানডে'র জন্য কার্যকরী। ব্যাটসম্যান হিসেবেও সে যথেষ্ট ভালো অন্য দুজনের তুলনায়।

১১. গ্লেন ম্যাকগ্রা ম্যাকগ্রাকে বাদ দিয়ে অন্তত আমার ওয়ানডে দল গড়া সম্ভব নয়, এটুকুই বলতে পারি। অতিরিক্ত খেলোয়াড়: সনাথ জয়াসুরিয়া, শোয়েব আখতার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.