আমাদের কথা খুঁজে নিন

   

Se7en :: একটা জীবনমুখী (!?) ক্রাইম থ্রিলার

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক

ব্লগে মুভি রিভিউ পড়ছিলাম .. Se7en । আমার প্রিয় মুভির একটা .. যাই হোক রিভিউটা আমার মনপুত: হয় নাই .. তাই নিজেই লিখছি .. ছবি শুরু হয় খুনের ঘটনা দিয়ে (স্বাভাবিক!) .. একটা মোটা লোক (২৫০ কেজির) খুন হয়েছে তার বাড়িতে .... অতিরিক্ত খাইয়ে খুন করা হয়ছে তাকে .. ডিটেকেটিভ সমারসেট পুরোনো লোক .. এক সপ্তাহের মধ্যে অবসরে যাবে .. শুরুতেই খিটিমিটি বাধে ডিটেকেটিভ মিলসের সাথে পরের দিন খুন হয় .. এক লোভী লইয়ার .. কার্পেটে রক্ত দিয়ে লেখা থাকে GREED .... হাই প্রোফাইল এই কেসের দায়িত্ব দেয়া হয় মিলসকে সমারসেট নিসংগ মধ্য বয়স্ক ..... এই শহরের উপরে বিতৃষ্ণ .. এই সময়ের উপরেও .. এই দুই খুনের মধ্যে যুগসুত্র পাওয়া যায় .. মোটার বাড়ী রিফ্রেজারেটরের পিছনে লিখা থাকে GLUTTONY ... আর একটা নোট "Long is the way, and hard, that out of hell leads up to light" সুত্র খুজতে খুজতে [ খুনীর ইশারা মতো ] পেয়ে যায় তৃতীয় শিকার .. এক বছর ধরে বিছানায় আটকে রেখে তিলে তিলে জীবন্ত কবর দিয়েছে একে .. যদিও জীবন্ত ছিল মৃত্যুও মনে হয় এর থেকে ভাল .. SLOTH এই পর্যায়ে ওরা বুঝতে পারে খুনী আসলে মেসেজ দিচ্ছে / প্রীচ করছে । এর পর হানা দেয় খুনী আস্তানায় .. মিলসকে বাগে পেয়েও ছেড়ে দেয় খুনী .. এর মধ্যে মিলসের বউ প্রেগনেন্সি সংক্রানত অনিশ্চয়তায় সমারসেটের সাথে কথা বলে .. সমারসেট বলে "আমি জানি না এই রকম একটা পৃথিবীতে কিভাবে মানুষ একটা শিশু কে আনতে পারে ...... আমারও এক সময় বাচ্চা হওয়ার কথা ছিল .. পরে আমরা আলাদা হয়ে যাই .. আমি জানি আমি ঠিক সিদ্বান্ত নিয়েছিলাম .. কিন্তু এমন একটা দিন নেই যেদিন আমি পরিতাপ করি না কেন আমি ঐ সিদ্বান্ত নিয়েছিলাম" এরপর খুন হয় এক পতিতা ... নি:শংস ভাবে LUST এরপর এক দুশ্চরিত্রা মহিলা ... PRIDE খুনী ধরা দেয় .... শর্ত দেয় সে সব স্বীকার করবে .. যদি সমারসেট আর মিলস তার সাথে যায় আরো দুটা খুনের লাশ নিতে .. যেতে যেতে যে ডায়ালগ গুলি হয় সেগুলিই এই ছবির মুল; খুনি বলে " আমি যে মানুষগুলি খুন করেছি তাদের বেচে থাকার অধিকার ছিল না ... তারা আমার অস্তিতকে নোংরা করে দিচ্ছল .. আমারা প্রতিদিন প্রতি মোড়ে একটা করে পাপ হতে দেখি .. কিন্তু সবই সহ্য করে নিই " এর পর সে বলে সে মিলসকে ঈর্ষা করে ( ENVY) ...... সে তার বউকে খুন করছে ... মিলসকে এখন ঠিক করবে ওকে মারবে নাকি মারবে না (WARTH) ....... এখানেই শেষ হয় জীবনমুখী ক্রাইম থ্রিলার ... এটা একটা ক্লাসিক .... নকল হিন্দী ছবি বাদ দিয়ে ভালো কিছু ছবি দেখুন .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।