আমাদের কথা খুঁজে নিন

   

ওজিলের বান্ধবীর পছন্দ চেলসি!

জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে, ওজিলের সঙ্গে লন্ডনে পাড়ি জমাচ্ছেন তার পপ গায়িকা বান্ধবী ম্যান্ডি ক্যাপরিস্তো। ইংল্যান্ডের রাজধানীতে কমপক্ষে ছয় কক্ষের একটি বাড়ি খুঁজছেন তিনি। বান্ধবীদের কাছে সম্ভাব্য যে কয়টি বাড়ির ছবি পাঠিয়েছেন তিনি তার মধ্যে চেলসি এলাকার একটি বাড়িও আছে।
এ বাড়িটি শেষে বেছে নিলে আর্সেনাল ভক্তরা কিন্তু তা পছন্দ করবেন না। আর উত্তর লন্ডনে ক্লাবের অনুশীলন এলাকা থেকে বাড়িটি বেশ দূরেও।


সোমবার গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন রিয়াল মাদ্রিদ থেকে পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফিতে লন্ডনের ক্লাব আর্সেনালে যোগ দেন জার্মান ফুটবলার ওজিল। ‘গানার্স’ নামে পরিচিত আর্সেনালের ইতিহাসে ওজিলই এখন সবচেয়ে দামি খেলোয়াড়।
ওজিল আর ক্যাপরিস্তো প্রেম করছেন এক বছরের কম সময় ধরে। একে অন্যের প্রতি ভালোবাসা তারা প্রকাশ্যেই দেখাচ্ছেন।
তবে লন্ডনের যেখানেই বাড়ি বেছে নেন না কেন, ব্রিটেনের ফুটবল তারকাদের স্ত্রী বা বান্ধবীদের (ওয়াগ) ক্লাবে বেশ কদরই পাবেন জার্মানির খ্যাতনামা শিল্পী কাপরিস্তো।

গান গেয়ে ও নাচ নিয়ে টিভির রিয়ালিটি শোতে উপস্থিত হয়ে তারকা খ্যাতি পেয়েছেন তিনি। গত বছরের এপ্রিলে তার প্রথম একক অ্যালবাম মুক্তি পায়।
আর ওজিল ধার্মিক মুসলমান হলে কি হবে, তার ২৩ বছর বয়সী বান্ধবী কিন্তু এফএমএইচ ম্যাগাজিনের জার্মান সংস্করণের পাঠকদের ভোটে বিশ্বের সেরা যৌন আবেদনময়ী নারীদের তালিকায় স্থান পেয়েছিলেন।
ধার্মিক ওজিল প্রতিটি ম্যাচে মাঠে নামার আগেই দোয়া পড়েন। এমনকি তিনি রিয়াল সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে কুরআন শরীফের কয়েকটি বাণীও শিখিয়েছিলেন।

ম্যাচ চলাকালে ফিটনেস ধরে রাখতে হয় বলে রোজা রাখতে না পারায় আক্ষেপও পোড়ায় তুর্কি বংশোদ্ভূত এই জার্মান তারকাকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।