আমাদের কথা খুঁজে নিন

   

খুলনায় গণমঞ্চে শ্লোগান, গণসংগীত ও কবিতার ভাষায় প্রতিবাদের ঝড় কাদের মোল্লার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জনতা

ধর্ম যার যার , বাংলাদেশ সবার জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড বাতিল করে ফাঁসির রায় ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জনতা। আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নগরীর শিববাড়ী মোড়ে স্থাপিত হয়েছে নির্দলীয় গণমঞ্চ। এ মঞ্চে নেই কোন রাজনৈতিক দলের ব্যানার। নেই কোন রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেয়ার সুযোগ। গণমঞ্চ থেকে রাজাকারদের ফাঁসির দাবিতে শ্লোগান, গণসংগীত, দেশাত্মবোধক গান ও কবিতা পাঠ করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ মঞ্চের আন্দোলন চলবে কাদের মোল্লার ফাঁসির রায় না হওয়া পর্যন্ত। গণমঞ্চে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগদান করে যুদ্ধাপরাধীদের বিচার দাবি জানাচ্ছেন সমস্বরে। আন্দোলনের ঢেউয়ে ফুঁসে উঠেছে খুলনা মহানগরী। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলার নিকট থেকে বিশ্ববিদ্যালয়ের ১নম্বর ও ২নম্বর একাডেমিক ভবন ও ক্যাফেটেরিয়া পর্যন্ত দীর্ঘ এক মানববন্ধনে বিপুল সংখ্যক শিক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন। এ সময় বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. ফায়েক উজ্জামান, ট্রেজারার ফকির আবু হোসেন, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সমীর কুমার সাধু, সাবেক ভিসি প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ্, প্রফেসর ড. মনিরুল ইসলাম, প্রফেসর ড. আফরোজা পারভীন, প্রফেসর আহমেদ আহসানুজ্জামান, ছাত্র বিষয়ক পরিচালক ড. অনির্বাণ মোস্তফা প্রমুখ।

এছাড়াও মানবতা বিরোধী চিহ্নিত ঘৃণিত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অপরদিকে, একই দাবিতে সকাল ১১টায় বিএল কলেজ মুক্তিযোদ্ধা স্মৃতি ভাস্কর্য প্রান্ত থেকে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের এক বিােভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে খুলনা-যশোর মহাসড়কের ওপর এক সমাবেশে মিলিত হয়। মেহেদী হাসান মোড়লের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন পলাশ মন্ডল, এম ইসরাফিল জনি, উজ্বল দাস, নিশাত ফেরদৌস, মোঃ কামরুজ্জামান, শোয়েব মুন্সি, হিরন্ময় মন্ডল, মাজেদুর শিপন, অরুণ দেবনাথ, আলী আকবর, আলমগীর, মেহেদী রাসেল, নাঈম খান শান্ত, আব্দুল্লাহ, নাজমুল, সুজন, জাকির, হাসিব, বজলু, প্রশান্ত, বাপ্পি, মুক্তিপাল প্রমুখ। বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট নগরীর দৌলতপুর শাখার উদ্যোগে উত্তরা ব্যাংক চত্বরে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু। বক্তৃতা করেন শেখ সৈয়দ আলী, অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান। এছাড়া কাদের মোল্লার ফাঁসির দাবিতে দুুপুর ১টায় নগরীর সাত রাস্তা মোড়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। বক্তৃতা করেন ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. মেহেদী নেওয়াজ, ডা. ডালিয়া আক্তার, ডা. বঙ্গকমল বসু, ডা. মামুনুর রশীদ প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ী মোড়স্থ গণমঞ্চে যোগ দেয়। একই দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ খুলনা জেলা কমিটির উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অধ্যক্ষ দোলায়ারা বেগম। বক্তৃতা করেন রসু আক্তার, অজন্তা মজুমদার, এ্যাড. পপি ব্যানার্জী, এ্যাড. জাহানারা পারবিন, এ্যাড. নমিতা গোলদারসহ সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তৃতা করেন। ....courtesy...local newspaper ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।