আমাদের কথা খুঁজে নিন

   

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

খুলনার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল কাদের বেগ জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে ছাতিয়ানতলা দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, নিহত তৌহিদুল ইসলাম সবুজ (২৮) পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল ভূঁইয়ার ‘ডান হাত’।

তিনি খুলনা জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং খুলনা ও যশোরের অভয়নগরের নয়টি হত্যা মামলার আসামি।

সহকারী পুলিশ সুপার জানান, সবুজকে সোমবার সন্ধ্যায় ফুলতলা উপজেলার দামোদর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ফুলতলা থানায় জিজ্ঞাসাবাদে সে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দিলে রাতে তাকে নিয়েই অস্ত্র উদ্ধারে অভিয়ান শুরু হয়।

“পুলিশ ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে সবুজের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে কিছুক্ষণ গোলাগুলি চলে। ”

কাদের বেগের ভাষ্য, গোলাগুলির এক পর্যায়ে ‘সন্ত্রাসীরা’ পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি পিস্তল, বন্দুক ও রাইফেলের গুলি, ছয়টি হাতবোমা ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

নিহত সবুজ ফুলতলা উপজেলার সেলিম শেখের ছেলে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।