আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে যাচ্ছে ব্লগের চিরচেনা মুখগুলি



আজ বেশ কিছুদিন ব্লগে খুব বেশী অনিয়মিত হয়ে পড়েছি। কাজের চাপে ঠিকমত উকি দেয়ার সময় ও পাইনা, তাই ব্লগের অনেক পোষ্ট অনেক কমেন্ট থেকে যায় অজানা। আর মাঝে মধ্যে যা ও সময় পাই নেট স্পিডের এমন মরন দশা যে ... কি আর বলব। এখন থেকে আশা করছি আবার ও ব্লগে নিয়মিত হতে পারব ইনশাল্লা। তবে ব্লগের নিয়মিত ব্লগার রা যেন ক্রমে অনিয়মিত হয়ে পড়ছে বলে মনে হয়। মিল্টন ভাই নিয়মিত থাকলে ও কৌশিক ভাই, রাতমজুর (দিনমজুর), সাজি আপু, নুশেরা আপু, সাজ বাতির রুপকথা, এরা যেন হারিয়ে যেতে বসেছে ব্লগ থেকে। চানাচুর, গোলাবী, জেরী এরা মাঝে মধ্যে আসছে আবার কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ব্লগ থেকে রেটিং, আসিফ ভাইয়া এরা যেন চিরবিদায় নিয়েছে। সবাইকে অনুরোধ সুযোগ মত আমরা যেন প্রতিদিন একবার হলেও ব্লগে হাজিরা দেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.