আমাদের কথা খুঁজে নিন

   

আর কিছুক্ষনের মধ্যেই বারেক হোসাইন শপথ নিতে যাচ্ছেন

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

আব্রাহাম লিংকন যে বাইবেলটি হাতে নিয়ে প্রেসিডেন্টের শপথ নিয়েছিলেন, ওবামা সেই একই বাইবেল হাতে নিয়ে শপথ নিবেন। বিবিসি থেকে কয়েকবার একথাটি বলা হল। আমেরিকার রাজনীতিতে ধর্মের ভূমিকাটি চোখে পড়ার মত। এর সত্যতা পাওয়া যায় যে বছর কেনেডি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। কেনেডি ছিলেন রোমান ক্যাথলিক।

আমেরিকান জনগনের বেশিরভাগ প্রোটেষ্ট্যান্ট। তাই কেনেডিকে খুব বেগ পেতে হয়েছিল নির্বাচনে জয়ী হতে। কেনেডি ছাড়া আমেরিকার আর সব প্রেসিডেন্ট প্রোটেষ্ট্যান্ট। কেনেডির মত ওবামাকেও বেশ বেগ পেতে হয়েছে ধর্মপ্রিয় আমেরিকান জনগনের মন জয় করতে। একে গায়ের বর্ন কালো আবার মুসলমানিত্বের কিছুটা ছোয়া আছে অতীত জীবনে।

তার প্রতিদন্ধী ত একবার তাকে লক্ষ্য করে অপপ্রচার চালালেন যে আমেরিকান জনগন কখনো একজন অখৃষ্টানকে তার প্রেসিডেন্ট হিসাবে মেনে নিবে না। আমরা সবাই জানি যে ওবামার দাদা একজন ধর্মান্তরিত মুসলমান। বাবা আবার ধর্মকর্ম মানতেন না। তার মার তার বাবার সাথে বিচ্ছেদ ঘটলে তার মা এক ইন্দোনেশিয়ান মুলসমানকে বিয়ে করেন। ইন্দোনেশিয়ায় ছোটবেলা কাটে তার।

জানা গেছে ইন্দোনেশিয়ান একটি স্কুলে ভর্তির সময় ওবামার ধর্ম ইসলাম লেখা হয়েছিল। যেহেতু সত বাবা মুসলমান ছিলেন। স্বাভাবিকতই মুসলমানদের বিভিন্ন উতসব আর আচার অনুষ্ঠানের সাথেই পরিচিতি ছিল। কিছু কিছু মুসলমানী আচার অনুষ্ঠানে তার অংশগ্রহনটাও অস্বাভাবিক কিছু ছিল না। যা নিয়ে তার বিরোধী শিবির উঠে পড়ে লেগেছিল এটি প্রমান করতে যে ওবামা একজন ১০০% খৃষ্টান নয়।

এমনও বলা হয়ে থাকে নিজের খৃষ্টানত্ব প্রমান করতে ওবামাও উঠেপড়ে লেগেছিলেন। মাথায় স্কার্ফ পড়ার কারনে দুজন মহিলাকে তার সভা থেকে বের করে দেয়া হয়। যাহোক যারা আমাদের দেশের রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান থেকে ধর্মকে একেবারে ধুয়ে মুছে ফেলার উপদেশ দিয়ে নিজেকে বিদ্যান ভাবতে বসেন তাদের কাছে আমার একটা বিনীত প্রশ্ন। জ্ঞান বিজ্ঞান, চিন্তা ভাবনা আর মানবিক গুনাবলীর চূড়ান্ত বিকাশ ঘটিয়েও আমেরিকার মত শক্তিশালী দেশের ধর্মের কাছে এই দায়বদ্ধতা কেন? ধর্মের পরিচয়টা এত বেশি গুরুত্বপূর্ন হয়ে উঠে কেন আমেরিকার মত অতি আধুনিক দেশে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।