আমাদের কথা খুঁজে নিন

   

জুমলা টিউটোরিয়্যাল-১

পড়,জান,জানাও

ইদানিংকালে ওয়েবের ক্ষেত্রে জুমলা একটি অতি জনপ্রিয় নাম। জুমলা যেমন ইউসার ফ্রেন্ডলী তেমনি আকর্ষণীয়। তাই জুমলার কয়েকটি টেকি পোস্ট নিয়ে আমার এই ধারাবাহিক সংকলন। সংকলন-১: জুমলার সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় হলো টেম্পলেট। তাই এই টেম্পলেট নিয়ে আজকের কথা।

ধরুন আপনার জুমলা ভার্সন ১.০ এবং আপনি এটা আপগ্রেড করে সেটাপ করলেন ১.৫.৭। এখন আপনার সাইটে জে লেখাটি দেখাবে তা হল "Transferring direct access are not allowed" কারন হলো আপনার টেম্পলেট গুলো ১.০ ভার্সন এর জন্য। এখন যদি আপনি এই টেম্পলেট গুলাকে সক্রিয় করতে চান তাহলে আপনাকে টেম্পলেটগুলাকে পরিবর্তন করে ১.৫ এর জন্য করতে হবে। যেখানে অনেক কোড এডিট করতে হবে যা অতি জটিল এবং সময় সাপেক্ষ। এখানে একটি সহজ প্রক্রিয়া আছে যাতে আপনারা সহজে ১.৫ ভার্সনে ১.০ এর টেম্পলেট চালাতে পারবেন।

১.www.yourdomain.com/administrator এ যান। ২.মেনু অপশনে "Extension" অপশনে যান । সেখান থেকে "Plugin Manager" সিলেক্ট করুন। ৩.নীচে দেখুন " System Legecy"অপশন আছে ওটকে এনাবল করে দেন। এবার মেইন পেইজে গিয়ে রিফ্রেশ করুন ।

আপনার টেম্পলেট এর পেইজটি চলে আসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।