আমাদের কথা খুঁজে নিন

   

হিসাব মিলাতে চাই....ভাইয়া

একটি সুন্দর সকালের অপেক্ষায়

গণতন্ত্রের মুলমন্ত্র হল গনমানুষের অধিকার নিশ্চিত করা এবং তাহদের সিদ্ধান্তের প্রতিফলন ঘঠানো। তাহলে আসুন দেখি একটি হিসাবের মাধ্যমে আমাদের মৌলিখ সিদ্ধান্তের কতটুকু প্রতিফলন ঘটেছে আমাদের গণতান্ত্রিক অঙ্গনে। একটি বাস্তব হিসাব এবং হিসাবটি নিম্নরুপ............ আমি যেখানে ভোটার, সেই কেন্দ্রের মোট ভোটার = ২৬০০ জন এবং আমার উক্ত কেন্দ্রের মোট ভোট কালেকশন = ৮৭%, তথা ২২৬২ জন তাহলে আসুন একটি ভোট প্রদান করতে মোট সময় কতটুকু লাগে, দরুন = ২.০০ মিনিট/১.০০ মিনিট/.৩০ সেকেন্ড (যাহা অসম্ভব)। তাহলে হিসাবটি ২.০০ মিনিট করে হলে = ২২৬২x২.০০= ৪৫২৪ মি:/৭৫.৪ ঘন্টা। তাহলে হিসাবটি ১.০০ মিনিট করে হলে = ২২৬২x.০০= ২২৬২ মি:/৩৭.৭ ঘন্টা। তাহলে হিসাবটি .৩০ সেকেন্ড করে হলে = ২২৬২x.৩০= ১১৩১ মি:/১৮.৮ ঘন্টা। কিন্তু আমার ভোটকেন্দ্রটি বিকাল ৩.০০ টার পর ভোটার শুন্য, তাহলে কি দৈবক্রমে বাকী ভোট কালেকশন হয়েছে........... আপনারা সিদ্ধান্ত নেন এবং সেই সাথে আপনার ভোট কেন্দ্রটির হিসাব মিলান। যাইহোক এইহল আমাদের গনতান্ত্রিক প্রতিফলন, ইচ্ছা করলেই এই দেশের জনগন তার মনের প্রতিফলন ঘঠাতে পারে না। আর যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন আমাদের নেত্রী শেখ হাসিনা, তার শুরুটা করেছেন ডিজিটাল চুরির মাধ্যমে ............... আপনার হিসাবটি মিলিয়ে দেখুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.