আমাদের কথা খুঁজে নিন

   

কর্মেই মুক্তি, আওয়ামিলীগের যুক্তি!

সন্দেহে আছি সত্য

মার্ক্স বলছিলেন ইতিহাস এখনো শুরুই হয় নাই। আর আমরা বলি আমরা ইতিহাস। আল্লাহ্ তাআলাকে ১ম বা ২য় বিশ্বযুদ্ধের সময় দেখা যায় নাই, গেলেও নূহের প্লাবন, লুত-সামুদের ধ্বংস নিয়া তিনি যেমন বই লিখছেন বা পাঠাইছেন তেমনটি আর করেন নাই, যদিও বন্যা-ভূমিকম্প লাইগাই আছে। মানুষ নিজের দোষে ওজন স্তর ভাঙছে, আবার নিজেই তার মেরামত করবে বইলা ঠিক করছে। চান্দে গেছে মানুষ, আসলে চান্দে গেছে আমরিকা, আর আমরিকা বলে তারা নিজেরা ছাড়া কেউ আর মানুষ না।

মাও কেমনতর র্মাক্সবাদী জানি না, তবে চায়না আর সমাজতন্ত্র চায় না। রাশিয়া ভাইঙ্গা গেছে। আরবের দেশগুলা অন্দরে বেশি ব্যস্ত। যুদ্ধ হচ্ছে, হয়েই যাচ্ছে। মাঝখান থেইকা এই সেদিন যে বাঙলাদেশ জন্মালো, হাজার ত্যাগ-তিতিক্ষায়, সেখানে মসজিদে জুতা ছোড়াছুড়ি হয়।

পাশের দেশে হিন্দুরা মসজিদ ভাঙে, মুসলিম মেয়েদের ধর্ষণ করে, মুসলিমরা বোমা মারে, আর এইখানে মুসলিমরা একদল আরেক দলকে মারে জুতা,দারুণ! ইহাদের বলে মুসলমান, মুসলিম, মোয়া! মুসলিমরাও এইখানে ধর্ষণ করে, নির্বাচনের আগে পরে দুইদফাতেই, তবে আওয়ামিলীগ নামে একটা দল আছে, যারা ক্ষমতায় আসলে হিন্দুরা খুশি হয়। কিন্তু কোন আওয়ামিলীগ? যেই আওয়ামিলীগ আওয়ামের লীগ, যে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বোঝে সেই আওয়ামিলীগ, আওয়ামিলীগ সেই আওয়ামের লীগ যার নেতা শেখ মুজিব মুশতাকপ্রীতি দেখাইতেন না, কিন্তু যখন মুজিবের ডানহাত মূশতাক, তখন থেকেই জামাত, সেনাসেনি শুরু হয়ে গেল। শেখ মুজিব নিজেও আর সেই শেখ মুজিব না, যেই জনকে তাজউদ্দীন জড়ায়ে ধরে ফিরে আসার পর কাঁদছিলেন। আওয়ামিলীগ সেই আওয়ামিলীগ, যার কাম হলো জামাতের লগে সন্ধি করা। তারপর এক্ষণ আইসা ভুল বুঝতে পারছি বলে দাবি করা।

আমাদের দেশের পুরুষ শিক্ষকেরা যেমন নিজের ছাত্রীদের 'মাগী' সম্বোধন করতে পারে, তেমন করে যে কোনো মানুষ যে কোনো দল যে কোনো সময় যা কিছু বনে যেতে পারে। আওয়ামিলীগ তার বড় প্রমাণ। বিএনপি'র জন্ম নিয়াই পাপ আছে লোকে কয়, তাই আওয়ামের ঐ রায়ের বিপক্ষে আমি যামু না। একটা কথা, আওয়ামিলীগ যেন মিথ্যা কথা বন্ধ রাখে, ভারতের কাছে আমরিকার কাছে দেশ না বেচে, আমরিকা ভারত আবার দোস্ত। নিজেরে যদি সে শরবত ভাবে তয় যেন গু নিয়া নাড়াচাড়া না করে, সবকিছু এখন পক্ষে আছে বইলা খুব বেশি দিন পক্ষে থাকবে না, সব কিছ খুব নিখুঁত বিচার করলে পক্ষে নাইও।

আওয়ামিলীগের ছাত্ররা গোলাগুলি করতেছে, আর যেই নেতা-নেত্রীরা বসে তামশা দেখতেছে, তাদের এখন উৎখাত প্রয়োজন। আমরা আওয়ামিলীগকেই চাই হয়তো, তয় জন্মায়ে 'প্রতিবন্ধী' এই আওয়ামিলীগকে চাইনা, কারণ আত্মহত্যা মহাপাপ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।