আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাস্য কিন্তু সত্য-২

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

# বিশ্বে সবচেয়ে কমন নাম হল মোহাম্মদ। # কোন পার্কে অশ্বারোহী মানুষের মূর্তি থাকে আর অশ্বটির সামনের ২টি পা যদি ভাসমান থাকে, তারমানে আরোহী যুদ্ধে মৃত্যুবরন করেছেন। # কোন পার্কে অশ্বারোহী মানুষের মূর্তি থাকে আর অশ্বটির সামনের ১টি পা যদি ভাসমান থাকে, তারমানে আরোহী যুদ্ধে আহত অবস্থায় মৃত্যুবরন করেছেন। # কোন পার্কে অশ্বারোহী মানুষের মূর্তি থাকে আর অশ্বটির ৪টি পা যদি মাটিতে থাকে, তারমানে আরোহী প্রাকৃতিকভাবে (স্বাভাবিক) মৃত্যুবরন করেছেন।

# চীনের Mao Zedong তার জীবনাবস্থায় কখনও দাঁত মাজেন নি। # রাশিয়ার এলিজাবেথ-১ যখন ১৯৬২ সালে মারা যান, তখন তার ওয়্যাড্রোবে ১৫০০০টি পোষাক ছিল। # Bullet proof vests, fire escapes, windshield wipers, laser printers সবই মহিলা দ্বারা আবিষ্কৃত। # বৈদ্যুতিক চেয়ার একজন দন্ত চিকিৎসক আবিস্কার করেন। # সিগারেট লাইটার, ম্যাচ এর আগেই আবিস্কৃত।

# ১৯৩২ সালে ইন্জিঃ Harry Jennings তার প্যারালাইজড বন্ধু Herbert Everest এরজন্য টিউব আকৃতির স্টিল দিয়ে ফোল্ড করা যায় এমন হুইল চেয়ার আবিষ্কার করেন, পরে তাদের প্রতিষ্ঠিত Everest & Jennings কোম্পানী অনেকদিন একচেঠিয়াভাবে হুইলচেয়ারের ব্যবসা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.