আমাদের কথা খুঁজে নিন

   

সদ্যজাতঃ পুরোপুরি কষ্টের নিয়ন্ত্রনে...

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

আমার মনে হয় মস্তিষ্ক বিভ্রম ঘটেছে... পা দুটোর ভেতর দিয়ে যে সিগনাল চ্যানেল নেমে গেছে সেখানে বার্তা সম্পাদনা হচ্ছেনা ঠিকমত... না হলে অজান্তেই হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে গোড়ালিতে চিনচিনে ব্যাথা অনুভূত হলো সেখানে আজ আসার কোন কথাই ছিলনা... তবুও সেখানেই হাজির অজান্তে... দৃষ্টি আবছা আঁধার ফুঁড়ে খুড়ে ফেলে তবুও নিরেট অয়োময় আড়াল করে রাখে তাকে যার জন্য এই সিগন্যালে অনিয়ম যার জন্য পাদুটোকে মস্তিষ্কের জটলাতান্ত্রিক সিদ্ধান্তহীনতায় হাবুডুবু খেয়ে থেমে যেতে হয়নি বৃষ্টি ভেজা কাকের মত নীরবে কম্পনে ভীষণ; সেই তার অন্তরীক্ষ প্রকট হলোগ্রাফিক টানে পাদুটো ঠিক টেনে টেনে নিযে হাজির এই বিভ্রমমাঝে পড়ন্ত মস্তিষ্কসহ আমার দেহাটুকু যেখানে লোমের চেয়ে কষ্টের বৃদ্ধিহার বেশী। আমার মনে হয় মস্তিষ্ক বিভ্রম ঘটেনি ঠিক হয়তো আমার সবগুলো নার্ভের সিগন্যাল বাইপাস করে নিজের শক্তি বাড়িয়ে চলেছে কষ্টগুলো আমার, আসলে আমার মস্কিষ্কেরই আর প্রয়োজন নেই আমি এখন পুরোপুরি কষ্টের নিয়ন্ত্রনে নিয়তিহীন। ১৩/১/২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.