আমাদের কথা খুঁজে নিন

   

অভিসপ্ত রাজনীতির হীন খেলায় দেশের আত্মা আজ কলুষিত ! মুক্তি চায় এই প্রান ।

শুধুই যে আত্মার টানে মানুষ এই শাহবাগ স্কয়ার এ তা অবশ্যই না। আমি দেখেছি মানুষ সেখানে কতটা ক্ষোভে আগ্রাসী আর কতটা অসহায় । ক্ষোভ যেমনটা আজকে ওই রাজাকারদের জন্য। আর তেমনি অসহায় কেননা এইখানে আমরা প্রত্যেকেই আজ প্রতারিত । প্রতারিত আমাদের রাজনৈতিক দল গুলির মাধ্যমে বিশেষ করে যারা আজ সরকারী দলে আছেন তাদের দ্বারা।

ভোটের রাজনীতি করে যেই দল গত নির্বাচনে যুদ্ধ অপরাধীদের এজেন্ডা দিয়ে ক্ষমতায় এসেছিল যে তারা এই বিচার করবে আজ সেই দলই আবার ভোটের রাজনীতির জন্য সেই রাজাকারদের সাথে আতাত করছে যা সরাসরি বেইমানী দেশ আর দেশের মানুষের সাথে। না আমরা শুধু এই রায় দেখে এই মন্তব্য করছি না আমাদের সন্দেহের এবং চিন্তার জায়গাটি হল বর্তমান সরকারের সার্বিক আচরন এই পশুদের সাথে এবং সামনের রায়গুলি নিয়ে যে তাদেরকে কি কোন লঘুদণ্ড নিয়ে পার করে দেয় কিনা? দেশের স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু আর সেই যুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে তাদের এই হীনমন্যতা মানায় না। আর একটি কথা আজকের বিরোধীদলকে না বললেই নয় যেই বাক প্রতিবন্ধিতার যেই পথ তারা বেছে নিয়েছে সেটি তাদের মরহুম প্রতিষ্ঠাতা যিনি একজন বীরউত্তম, একজন বীর সেনানায়ক ও মুক্তিযুদ্ধা এবং স্বাধীনতার ঘোষণা দানকারী । তার মতন দেশ প্রেমিক ও বীর সাহসীর দল হিসেবে এই কাপুরুষতা মানায় না। এই যুদ্ধে মাঝ পথে থাকার কোন অবস্থা নাই।

আজতো তাদেরও আমাদের পাশে থাকার কথা ছিল । তাদের কর্মীদের মনও আজ ভারাক্রান্ত যে এই গন জাগরনে তারা অংশ গ্রহন করতে পারছে না। শুনুন জাতি সেই হানাদার ও গাদ্দার রাজাকারদের মাফ করবে না আর তাদের সাথে ভোটের আতাতকারিদের কেও না। আর কেউ যদি চায় চিপা গলি দিয়ে নিরপেক্ষ থাকার কথা বলে পার পাবে তাদের কেও দিবে ধিক্কার। একেকটির বিচার হবে ।

সব কিছু নিয়ে রাজনীতি নয় । " চলে আসুন শাহবাগ আগামিকাল সকাল ৮ টায় "  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।