আমাদের কথা খুঁজে নিন

   

সুনামগঞ্জে উপজেলা নির্বাচনে একঝাঁক সাংবাদিক মুখ

দাগ খতিয়ান নাইতো আমার/ঘুরি আতাইর পাতাইর...

সুনামগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে কয়েকজন সাংবাদিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে এই কলম সৈনিক সমাজসেবীরা এখন রাতদিন পার করছেন গ্রামে গ্রামে। নির্বাচিত হলে দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক মূল্যবোধ জাগিয়ে তোলাসহ আইন শৃংখলা উন্নতি কল্পে কার্যকরী ভূমিকা রাখবেন বলে তারা জনগণকে প্রতিশ্র“তি দিচ্ছেন। সাংবাদিকদের গঠনমূলক কথায় ভোটাররাও আকৃষ্ট হয়ে তাদেরকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন সুনামগঞ্জ থেকে প্রকাশিত জেলার নিয়মিত সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদের সম্পাদক ও সুনামগঞ্জ প্রেসকাবের সাবেক সেক্রেটারী হাসন রাজার প্রপৌত্র দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।

তার পিতা দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার তিনবারের চেয়ারম্যান, সুনামগঞ্জ মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক ও স্থানীয়ভাবে গঠিত মুিক্তযুদ্ধ সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন। দেওয়ান ইমদাদ রেজাও সুনামগঞ্জে একজন কিনম্যান ও বিনয়ী সাংবাদিক-রাজনীতিবিদ হিসেবে খ্যাত। তিনি স্থানীয় জেলা আওয়ামী লীগ নেতা। ইতোমধ্যে তিনি স্থানীয় মুিক্তযোদ্ধা, সাংবাদিক সমাজসহ সর্বস্থরের লোকজনের সমর্থন লাভে সম হয়েছেন। নির্বাচনী এলাকায় প্রবীণ, তরুণ ও নারী ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি।

সদর উপজেলার ৮টি ইউনিয়ন চষে বেড়িয়ে ইতোমধ্যে সর্বস্তরের লোকদের সমর্থন লাভে সম হয়েছেন। তার সমর্থনে আওয়ামী লীগের অপর প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আফতাব উদ্দিন ইমদাদ রেজার সমর্থনে চেয়ারম্যান পদ থেকে সড়ে দাড়িয়েছেন। এই উপজেলায় সুনামগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক গ্রামবাংলা পত্রিকার সম্পাদক এডভোকেট শাহানা রব্বানী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি নির্বাচনী এলাকা চষে বেড়িয়ে উন্নয়নের প্রতিশ্র“তি দিচ্ছেন। তাহিরপুর উপজেলায় তরুণ সাংবাদিক আবুল হোসেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন।

তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। জগন্নাথপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ সাংবাদিক, সংস্কৃতিকর্মী, অনলাইন নিউজ পেপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট জেলা প্রতিনিধি, নতুনধারার আঞ্চলিক দৈনিক উত্তরপূর্বের জয়েন নিউজ এডিটর মুক্তাদির আহমদ মুক্তা। তিনি একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে প্রচারণায় ব্যাপক সাড়া জাগিয়েছেন। তার বৈচিত্রময় প্রচরণায় মুগ্ধ ভোটাররা। বিশেষ করে একজন তরুণ সংগঠক হিসেবে তার অনেক কর্মী রয়েছে উপজেলার বিভিন্ন গ্রামে।

তারা তাকে নির্বাচিত করতে স্বতস্ফুর্ত ব্যাপক প্রচারণা চালাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.