আমাদের কথা খুঁজে নিন

   

ভূরাজনীতি - ১ (গাজা - ১)

ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!

১। রাগের সৃষ্টিকারী একটা কনফ্লিক্ট, সন্দেহ নাই। ইসরায়েল বেশ বড় রকমের বোকামি করে ফেলতেছে সফ্ট এন্ডে। ইসলামিক র‌্যাডিকালিসম থামানোর ব্যাপারেও জিনিসটা বেশ কাউন্টারপ্রোডাকটিভ। ২।

কিন্তু জিওপলিটিক্স-ও দেখতে হবে। সুন্নী দেশগুলো হামাস, ইরান, সিরিয়া, হেজবোল্লাহ-র উপর চেতা। ফেব্রুয়ারীর দশ তারিখ ইসরায়েলে নির্বাচন। জর্জ বুশ লেম ডাক, ওবামা আসতেছে। ওবামা রিপাবলিকানদের মত অত ইসরায়েল-ফ্রেন্ডলী হবেও না।

পারফেক্ট স্টর্ম যাকে বলে ইসরায়েলীদের জন্য, এখন আক্রমণ না করলে আর কখন? সউদী আরব, মিশর আর জর্দান বলছে 'আমাদের হ্যান্ডস অফ, আমরা চিল্লাবো, তোমাদের গালি দিবো, কিন্তু আর কিছু (অর্থাৎ 'কাজের কাজ')করবো না'। আক্রমণের দুই দিন আগে জিপি লিভনি, ইসরায়েল এর নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কায়রোয় রাষ্ট্রীয় ভিজিটে। মিশর ১০০ জন চিকিৎসককে যেতে দিচ্ছে না গাজায়, রাফাহ ক্রসিং খোলা তো দূরের কথা। আল-জাজিরায় দেখেন বাংলাদেশীরাও মিশরকে ধিক্কার দিচ্ছে। হায়রে জিওপলিটিক্স।

৩। কিন্তু লং রানে ইসরায়েল এমনিতেও মহা বেকায়দা অবস্থায়। ডেমোগ্রাফী তাদের বিরুদ্ধে। আরব জনসংখ্যা ইহুদীদের থেকে ২-৩ গুন বেশি দ্রুত বাড়ছে। ইসরায়েলিরা বেশ ক্লস্ট্রোফবিক একটা দেশে বাস করে... এবং এই মনোভাব তাদের মধ্যে কমছে না, বরং বাড়ছে।

ইহুদীদের ইতিহাস বেশ ট্র্যাজিক, এবং তারাও চায় না মারামারি করে থাকতে। তাহলে মারামারি করছে কেন? (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.