আমাদের কথা খুঁজে নিন

   

সোহাগী তোমাদের জন্য বিনম্র শ্রদ্ধা:

হালার এতো ক্ষিদা লাগে ক্যা, ক্ষিদার জ্বালায় মনে কয় পাথর চাবাইয়া খাই...

সোহাগী ১৫ বছরের একটি মেয়ে৷ মেধাবী এই মেয়েটির দশম শ্রেনীর পাঠ চুকিয়ে সেই ১৫ বছর বয়সেই বসতে হয়েছিল বিয়ের পিড়িতে৷ প্রবাসী স্বামীর আদরে সোহাগে সোহাগী এখন ৫ সন্তানের জননী৷ দুই বছর পর পর সোহাগীর প্রবাসী স্বামী দেশে আসেন, একমাস দেশে থেকে জীবনের প্রয়োজনে আবার ফিরে যান সুদুর প্রবাসে৷ এভাবেই চলছে ৫ সন্তানের জননী সোহাগীর জীবন৷ স্বচ্ছলতা, সুখ-স্বপ্ন আর সন্তানদের নিয়ে গত ১৫টি বছর স্বামী নি:সঙ্গতায় কেটে গেছে সোহাগীর জীবন৷ ১৫ বছরের সেই কিশোরী আজ একজন মধ্য বয়সী নারী৷ এমন লক্ষ লক্ষ সোহাগী তাদের জীবনের হাসি কান্নাগুলো বাংলাদেশের অর্থনীতিতে এমন করেই উৎসর্গ করে যাচ্ছেন৷ সোহাগীদের আত্মত্যাগে বাংলাদেশের ইউএস ডলারের রিজার্ভ দিন দিন বেড়েই চলেছে৷ কিন্তু আমরা কি কখনো সোহাগীদের এই আত্মত্যাগের কথা স্বরণ করি? আসুন লক্ষ লক্ষ সোহাগীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই, নিজের অনুভুতিগুলো শেয়ার করি৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।