আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণপুর পৌরসভা হওয়ায় আনন্দিত এলাকাবাসী

স্থানীয় সরকার বিভাগ সোমবার নারায়ণপুরকে পৌরসভা হিসেবে ঘোষণা করে এবং পৌর প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামকে নিয়োগ দেয় ।
নারায়ণপুর স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের নির্বাচনী এলাকা চাঁদপুর-১ এর অন্তর্গত।
নারায়ণপুরকে পৌরসভা করার ব্যাপারে তার নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল সরকারের শেষ সময়ে এসে সেই প্রতিশ্রুতি পূরণ হল।
এলাকার প্রবীণ শিক্ষাবিদ মো. বজলুর রশিদ মজুমদার বলেন, নারায়ণপুর ইউনিয়ন এখন পৌরসভা হওয়ায় এখানকার রাস্তা-ঘাট, স্কুল-কলেজসহ সবক্ষেত্রে উন্নতি হবে। তাছাড়া পৌরসভা করার দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীরও ।
২৪টি গ্রাম নিয়ে নারায়ণপুর ইউনিয়ন গঠিত।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নারায়ণপুর পৌর প্রশাসক সফিকুল ইসলাম জানান, ২৭ মে স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে ফ্যাক্সযোগে এ সংক্রান্ত পত্র পেয়েছি।
এলাকাবাসী একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করছেন।
নারায়নপুর চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মধ্যে ২য় পৌরসভা এবং জেলার মধ্যে ৮ম পৌরসভা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।