আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রমে স্থবিরতা: সরকারের করণীয়



আমাদের একটি নতুন সরকার ক্ষমতা পাওয়ার পর দেখা যায় সারা দেশে একটি পরিবর্তন। সবচেয়ে বেশী প্রভাব পড়ে দেশের সর্বোচ্ছ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোতে। আগের সরকারের লেজুড় ধরা তথাকথিক ছাত্রনেতারা পালাতে থাকে নতুন লেজুড় ধরারা ক্যাম্পাস দখলের মহড়া দিতে থাকে। কোথাও কোথাও কেউ কেউকে ছাড় না দেয়ার কারণে ঘটে অনাকঙ্খিত ঘটনা। ঝরে পড়ে জাতির ভবিষ্যৎ।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়গুলো। জাতি অনেক পিছিয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আসে পরিবর্তন। নতুন ভিসি, নতুন প্রক্টর হল সমূহের প্রভোস্টসহ প্রায় সকল ক্ষেত্রে ক্ষমতাসীনদের সমর্থিতদের বসানো হয়। শিক্ষদের মধ্যে ও দলাদলির জন্য ক্লাস গুলো নিয়মিত হয় না।

কিন্তু বারটা বাজে সাধারণ ছাত্রদের। যারা আগামী দিনে জাতির নেতৃত্ব দিবে তাদের। এ প্রেক্ষিতে শিক্ষা কার্যক্রম সচল রাখতে সরকারের কি ভূমিকা হওয়া উচিত বলে আপনারা মনে করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।