আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাঘ স্কোয়ার হয়ে উঠছে যেন তাহরির স্কোয়ার এ !

"ক" তে "কাদের মোল্লা" তুই রাজাকার! তুই রাজাকার!! "গ" তে "গোলাম আযম" তুই রাজাকার! তুই রাজাকার!! এ রকম আরো নিত্য নতুন শ্লোগানে জনজোয়ার এখানে বেড়েই চলছে। এ যেন আর এক তাহরির স্কোয়ার! এখানে যে রাজনৈতিক ব্যক্তিদের স্থান নেই, এটা নিয়ে যেন তাঁরা রাজনীতি না করতে পারেন তার প্রমান হল জনতার বাধায় সভাস্থল ছাড়লেন হানিফ জনতার ..... হানিফ (প্রথম আলো লিন্ক) বিষয়টা অনেক ভালোলাগার। মুক্তিযুদ্ধের অনেক পড়ে আমাদের জন্ম, সেখানে যেমন দলমত নির্বিশেষে সবাই দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন তেমনি এখানকার বর্তমান অবস্থা। আমরা ব্লগার। আর ব্লগারদের প্রতিবাদ এমনই শান্তিপূর্ন।

আজকে দেখা গেলো বিশ্বের অনেক দেশেই এখানকার মত প্রতিবাদ হচ্ছে। এটা আস্তে আস্তে বাড়বেই। রাজধানীর শাহবাগে আজ শুক্রবার বেলা তিনটার দিকে শুরু হবে ছাত্র-যুব মহাসমাবেশ। মহাসমাবেশের মঞ্চে ব্লগার ও ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, সংস্কৃতিকর্মী ও যুব সংগঠনের নেতারাই কেবল বক্তব্য রাখবেন। কোনো রাজনৈতিক নেতা সেখানে বক্তব্য দিতে পারবেন না।

সঠিক সিদ্ধান্ত। এই সমাবেশের সার্বিক সফলতা কামনা করি । এখান থেকেই গড়ে উঠুক সকল রাজনৈতিক সমস্যা সমাধানের পথ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.