আমাদের কথা খুঁজে নিন

   

১০ জানুয়ারী ১৯৭২, যে দিন পুর্নতা পেয়েছিলো বাঙ্গলীর বিজয় ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

আজ ১০ জানুয়ারী , স্বাধীনতার স্হপতি , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস । ১৯৭২ সালের এই দিনে বাঙ্গালীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু দীর্ঘ ৯ মাস কারাগারে বন্দীদশা থেকে মুক্ত হয়ে ফিরে আসেন তাঁর প্রিয় বাংলাদেশে । বাংলার স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনের সুদীর্ঘ রাজনৈতিক আন্দোলনের পর ১৯৭১ সালের ২৬শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার চুড়ান্ত ঘোষনা দেন বঙ্গবন্ধু । এর পরই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ী থেকে পাকহানাদার বাহিনী গ্রেফতার করে তাঁকে । পরে পাকিস্তানে নিয়ে গিয়ে কারাগারে বন্দী করে বঙ্গবন্ধুকে ।

পাকিস্তান সরকার এক প্রহসনের বিচারে তাকে মৃত্যু দন্ডে দন্ডিত করে । এমনকি তা কার্যকর করার সকল প্রস্তুতি সম্পুর্ন করে বঙ্গবন্ধুর জন্য কবর খোঁড়া হয় । কিন্তু মৃত্যুর মুখোমুখি দাড়িয়েও মাথা নত করেননি এই মহান পুরুষ । বরং কারাগারে মৃত্যুর প্রহর গুনেছিলেন তিনি বাংলাদেশের স্বাধীনতার বিনিময়ে। অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের কাঙ্খিত বিজয় আসে বাঙ্গালীর ।

বিশ্ব নেতৃবৃন্দের চাপ আর স্বাধীন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষে দাবীর প্রক্ষিতে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার । ৮ জানুয়ারী মুক্তি লাভের পর ১০ জানুয়ারী বঙ্গবন্ধু ফিরে আসেন তাঁর প্রিয় বাংলাদেশে । আর বাঙ্গালীর মহান মুক্তিযুদ্ধের বিজয় পায় পুর্নতা তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে । তোমার প্রত্যাবর্তনের এই দিনে স্বশ্রদ্ধ অভিবাদন বঙ্গবন্ধু ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।