আমাদের কথা খুঁজে নিন

   

মাদকাশক্তির কুফল

আম্মা আমার পাঙ্খাগুলা দাও...একটু উড়াল দিয়া আসি...

একথা আজ কোন ভাবেই অসিকার করা যায় না, আমাদের সম্ভাবনাময় যুবসমাজ আজ মাদকাসক্তির কবলে পড়ে ধংসের মুখে উপ্নীত হয়েছে! উদ্ভিন্ন তারুন্য আজ নেশাগ্রস্ত, মুখ থুবড়ে পড়েছে সামগ্রিক সম্ভাবনা। শিক্ষিত তরুন সমাজ পরীক্ষায় ব্যরথতা,বেকারত্তের জন্য অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যত, রাজনেতিক লেজুড় ব্রিত্তি , সন্ত্রাসি কারযক্রম প্রত্যক্ষ করে যে নরাশ্য নিপতিত হচ্ছে তা-ই তাদের ঠেলে দিচ্ছে মাদকদ্রব্যের ভয়াবহ নেশার দিকে। বইচিত্রময় মাদক আজ তাদের নিত্যসংগি। ব্যাক্তি ও সমাজ জিবনে এর পরিনাম ভয়াবহ দেখা যাচ্ছে। নেশাক্ত্রা ক্রমান্যয়ে সাস্থ্যহিন হয়ে বুদ্ধিব্রিত্তির অবসান ঘটাচ্ছে! নেশার অথ সংগ্রহর জন্য তারা নানা রকম কুকরমের আস্রয় নিচ্ছে।

লেখাপড়ার প্রতি আগ্রহ কমিয়ে নিজেকে আন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। সন্ত্রাসি, চাদাবাজিতে অভ্যস্ত হয়ে তরুন সমাজ আজ অপরাধের অন্ধকার জগতের নিশাচর। পারিবারিক জীবনে নেমে আসছে বিপরজয় । অভিনানকেরা পড়েছে বিপরযস্ত তাই জাতি প্র্যতক্ষ করেছে এক অন্ধকার ভবিষ্যত আর অনিশ্চিত উত্তরাধিকার। এই সংকট থেকে আশু উত্তরন সম্ভব না হলে ভবিষ্যত প্রজন্মের পরনিতি সম্পরকে আশার কিছু থাকবেনা।

তাই সমগ্র জাতিকে সরবশক্তি নিয়ে সরবনাশা নেশার প্রতিরোধে সোচ্চার হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.