আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পমন্ত্রীর বাজার পরিদর্শন- সিনেমার নায়কের বাস্তবে পদার্পণ



ভারতীয় হিন্দী সিনেমা নায়ক ক'জন দেখেছেন জানি না। কিন্তু সেই ছবির নায়ক অনিল কাপুরকে চিন্তা করুণ তো বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান কিংবা প্রধান ব্যাক্তিবর্গের কেউ হিসেবে। কি চিন্তা করতে পারছেন যে অনিল কাপুরবেশী বাংলাদেশী নায়ক বাজার কিংবা সরাসরি তার ফিল্ডে নেমে জনগণের চাওয়া এবং অসুবিধাগুলো সরাসরি জানতে চাইছেন। কি চিন্তা করা যাচ্ছে? উত্তরটাও তাহলে আমার কাছেই শুনুন। এইমাত্র (সন্ধা ৭ টা) টিভি সংবাদে দেখলাম বাণিজ্যমন্ত্রী কারওয়ান বাজারসহ অন্যান্য বাজারে গিয়ে ব্যবসায়ীদের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করছেন ব্যবসায়ে তাদের কোন সমস্যা আছে না-কি? তিনি কোন সিন্ডিকেট কিংবা প্রভাব বিস্তারকারী কিংবা অন্যান্য যে কোন বিষয়ে তার সাহায্য চাওয়ার জন্য দোকানদারদের তার মোবাইল নাম্বার বলে দিচ্ছেন।

আবার সাধারণ খেটে খাওয়া মানুষ যেমন একজন রিকসাওয়ালার কাছে গিয়ে জানতে চাইলেন -চালের দাম কত হওয়া উচিৎ? বাংলাদেশ ,তো দূরের কথা এমন চিত্র দুনিয়াতে এখন একপ্রকার বিরল। বানিজ্যমন্ত্রী যদি তার কর্মদিবসের দ্বিতীয় দিনেই এমন সাহসিকতা কিংবা উদাহরণ সৃষ্টি করতে পারেন তবে দিনবদলের যে স্বপ্ন তারা এদেশের মানুষকে দেখিয়েছেন তা শুরু হয়েছে বলা যায়। আর তিনি এবং তার সহকর্মীরা(দলীয় সহকর্মী অর্থাৎ অন্যান্য মন্ত্রীরাও) যদি এরকম পদক্ষেপ নেনে এবং এর ধারাবাহিকতা ধরে রাখেন তবে এদেশে দিনবদল হবেই একথা এখনি বলে দেয়া যায়। ধন্যবাদ দেশ গঠনের এই বীর সেনানীকে, একটি নতুন দিগন্ত উম্মোচনের জন্য। একটি আশার কথা শোনানোর পরপরই শোনাতে হচ্ছে একটি হতাশার কথাও।

আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সেই পুরোনো সুরই ধরেছেন তার দায়িত্ব পালনের ক্ষেত্রে। তার পূর্বসুরীদের মতই কিংবা সাধারণ আর দশজন হিংসুটে মহিলার মতই(আমি সব মহিলাকে বলছি না। মহিলাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রেখেই কতিপয় মানুষের কথা বলছি) তিনি বলে দিলেন সারাদেশে বিএনপি-র নেতাকর্মীদের উপর যে হামলা হচ্ছে তা তাদের নিজেদের মধ্যে কোন্দল মাত্র। তিনি তার দায়িত্ব গ্রহণের দু'দিনের মাথায় এসে এ সম্পর্কে এমন কোন নতুন কথা শোনাতে পারলেন না যাতে আমরা একটি নিরাপদ (দলীয় ক্যাডার কিংবা দলে নতুনভাবে অন্তর্ভূক্ত ক্যাডারদের হাত থেকে সাধারণ মানুষদের নিরাপত্তার কথা বলছি কিংবা তােদর দ্বারা নির্যাতিত হলে বিচার পাওয়ার আশার কথা বলছি) ভবিষ্যৎ আশা করতে পারি। তাহলে এতদিনের পুরোনো 'সন্ত্রাসী যে দলেরই হোক তার শাস্তি হবেই' কথাটি প্রহসনই থেকে যাবে? আমরা চেয়েছি এমন একটি সরকার যারা বানিজ্যমন্ত্রীর মতো স্বপ্ন দেখাবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মত শুরুতেই বিরোধী দলের ওপর চড়াও হওয়া কোন ক্ষমতাবানের আস্ফালন নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।