আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার আংশিক ব্যবচ্ছেদ

স্বপ্নের আকাশে খুঁজি আমার অধরা স্বপ্ন .......... ভালোবাসা আসলে কি তা আমার আজপর্যন্ত জানা হয় নি। ভালোবাসার সংঙ্গা ভিন্ন জনের কাছে ভিন্ন রকম। যেমন একজন কবির কাছে ভালোবাসার বিষয় হতে পারে নারী, প্রকৃতি বা জীবন। একজন দেশ প্রেমিকের কাছে ভালোবাসার বিষয় হতে পারে মাতৃভূমি, সার্বভৌমত্ব। রাজনীতি বিদের কাছে ভালোবাসার বিষয় হতে পারে টেন্ডার বাজি, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার কিংবা অবোধ জনগনকে ধোকা দিয়ে নিজের পকেট ভারি করা।

শিক্ষকের কাছে ভালোবাসার বিষয় হতে পারে বই খাতা। চিরাচরিত একজন বাঙ্গালি নারীর কাছে ভালোবাসার বিষয় হতে পারে দামী গহনা, শারি কিংবা প্রসাধন সামগ্রী। আইনজীবির কাছে ভালোবাসার বিষয় হতে পারে অপরাধ, অপরাধী কিংবা বিচার প্রার্থী। একজন ছাত্রের কাছে ভালোবসার বিষয় হতে পারে পাঠ্য বই, ফোনালাপ কিংবা ক্লাসের সুন্দরী মেয়েটিকে পটানো। কৃষকের কাছে ভালোবাসার বিষয় হতে পারে সবুজ মাঠ, সোনালী ধান।

প্রেমিকা নামক বিশেষ প্রণীর কাছে ভালোবাসার বিষয় হতে পারে চাইনিজ রেস্টুরেন্ট, আইসক্রিম-ফুচকা কিংবা মানিব্যাগ। অনেকের কাছে ভালোবাসা একটি হৃদয় ঘটিত ব্যাপার। কোন ব্যক্তি, বস্তু বা বিষয়ের প্রতি গভির অনুরাগই ভালোবাসা। প্রাণী বিদ্যার মতে মানুষের ভালোবাসা হচ্ছে অন্তঃখরা গ্রন্থি নিসৃত রসের জটিল মিথক্রিয়া। যা মস্তিস্কে ভালোবাসার অনুভুতি তৈরী করে।

গায়ক নচিকেতার গানে পাই- “ভালোবাসা আসোলেতে একটা চুক্তি যেন অনুভুতি-টনুভুতি মিথ্যে কেউদেবে নিরাপত্তা কেউ বিশ্বাস, আসলে সবাই চায় জিততে ভালোবসা আসোলেতে পিটুইটারীর খেলা আমরা বোকারা বলি প্রেম ইট’স এ গেম….. ইট’স এ গেম……… ” তবে আমরা আসন্ন বিশ্ব ভালোবাসা দিবসে এই গেম খেলে মনুষত্বের কাছে সেম হতে চাই না। যেভাবেই ভালোবাসার ব্যবচ্ছেদ করা হোক না কেন, সুন্দর সত্য কথাটি হলো- প্রেম ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.