আমাদের কথা খুঁজে নিন

   

BTCL এর ইন্টারনেট ইউজার বা কম্পিউটার এক্সপার্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

আমি কিছুদিন আগে BTCL এর অফিস থেকে কাকেকশন নেই। উনাদের লোক এসে আমার মডেম কম্পিউটারএ সেটআপ দিয়ে যায়। তখন আমি কিছুই দেখতে পারিনাই কারন আমি তখন ফোন লাইন চেক করছিলাম। গত ২ দিন আগে আমার কম্পিউটার এ উইন্ডোজ নষ্ট হয়ে যায় তাই আমি নতুন উইন্ডোজ সেটআপ দিয়েছি।
BTCL এর লোকেরা আমার কম্পিউটারে কোন ড্রাইভার সফটওয়্যার দিয়ে যায়নি, যা আমি সেটআপ দিতে পারি।

আমি বহু কষ্ট করেও ইন্টারনেট সংযোগ দিতে পারলাম না আমার কম্পিউটার এ। তারপর এক বন্ধুর বাসায় বসে টিউন করতেছি যাতে কেউ আমাকে একটু সাহায্য কড়ে।
BTCL এর অফিসে ফোন দিলে বলল ওরা এসে করে দিয়ে যাবে, সার্ভিস চার্জ  ৬০০ টাকা দিতে হবে।
তাই আমি আপনাদের সাহায্য কামনা করছি কারন আমার পক্ষে এখন এই টাকা দেওয়া সম্ভব নয়। আমার মডেম এর মডেল : ZTE ZXDSL 831 II
ইন্টারনেট থেকে মডেমটার ছবি নিয়ে দিলাম।




আর আমি কানেক্ট করতাম নিচের ছবির মত "CONNECT" এ ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে।

যদি কেউ আমাকে একটু সাহায্য করতে পারেন, তাহলে আমি অনেক উপকৃত হবো। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।