আমাদের কথা খুঁজে নিন

   

অমোচনীয় কালি স্বাক্ষী থাকলো

পাখি এক্সপ্রেস

ব্যাকরণ ভংগিত শ্লোগান হচ্ছে... বাংলার আকাশ, মাটি, সবুজ আপনাকে চেয়েছে, আপনাকে চেয়েছে সকল শ্রেণী-পেশা। শীত না হলেও গাছে নতুন পাতা গজাতো! সতেজ হচ্ছে সচিবায়লয়ের স্যাঁতস্যাতে ফাইল ক্যাবিনেট আর সংসদ ভবনের জলাশয়ে প্রচুর পাখি আসছে... এমনটি ঘটছে, রটছে আপনার ঘরের মানুষদের মুখে। আবার কোথাও অমোচনীয় কালির গায়ে হাত চড়ে, স্ট্যাচু হচ্ছে নূর হোসেনের মায়েরা। রক্ত, সম্ভ্রম ইত্যাদিসহ স্মৃতি হিসেবে যা ছিলো... বেরিয়ে পড়ছে টিনের বাক্স, আলমিরা আর ওয়ার্ডরোব থেকে। ঘেন্নার শরীর আরো হৃষ্টপুষ্ট হয়ে আপনাকে ছুঁ'তে প্রস্তুত, আপনি সিংহাসনের মাদকতা শুকতে যাবেন না। নিশ্চয় নখের গোড়ার অমোচনীয় কালি স্বাক্ষী থাকলো এবং যদি নূর হোসেনের মায়েরা অশ্রু মুছতে অস্বীকার করে! ০৪.০১.০৯ রাত ১০.০৫মি.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.