আমাদের কথা খুঁজে নিন

   

ডিপুটি স্পীকার বিএনপির এম কে আনোয়ার||আশা এবং শংকার দোলা চাল

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

সরকারী দল আওয়ামীলীগ নাকি বর্তমান সময়ের শেষ স্পীকার জমির উদ্দিন সরকারকে ডিপুটি স্পীকার হিসাবে এম কে আনোয়ারের নাম প্রস্তাব করেছে। খবরটা যদি সত্যি হয় তাহলে আশান্বিত এবং দ্বিধান্বিত দুইটাই হইলাম। আশান্বিত হলাম এই কারনে যে সরকারী দল বিরোধী দলকে ডিপুটি স্পীকার পদ দিয়ে সংসদকে কার্যকর করার উদ্যেগ নিয়েছে। অবশ্যই এটা একটা ভালো উদ্যেগ।

কারন সংসদকে কার্যকর করার লক্ষ্যে এটা একটা ভালো উদ্যেগ এবং বিরোধী দলও এখান থেকে অনুপ্রেরণা পেতে পারে। দ্বিধান্বিত হলাম এই কারনে যে, সংবিধানের সংশোধনীর মাধ্যমে দুইজন ডিপুটি স্পীকার নেওয়ারও নাকি উদ্যেগ চলছে। প্রশ্ন হলো এই পর্যন্ত আমরা জানতাম সংসদে একজন স্পীকার এবং একজন ডিপুটি স্পীকার থাকে। তাহলে এখন দুইজন ডিপুটি স্পীকারের দরকারটা কি? এই খবরটাও যদি সত্যি হয় তাহলে আমার মনে হয় বিরোধী দলকে ডিপুটি স্পীকারের পদ প্রস্তাব একটা আইওয়াশ মাত্র। কারন স্পীকারের অনুপস্থিতে যাতে বিরোধী দলের ডিপুটি স্পীকার ভারপ্রাপ্ত স্পীকারের পদ না নিতে পারে সেইজন্য এই ব্যবস্থা।

তাছাড়া এখানে আরেকটা প্রশ্ন আসে যে একজন বেশী ডিপুটি স্পীকার থাকলে তাকে অন্য রকম সরকারী প্রোটোকল সহ সরকারী সুযোগ সুবিধা দিতে হবে যা রাষ্ট্রীয় কোষাগারের অপচয়। তাছাড়া বিরোধী দলও দুইজন ডিপুটি স্পীকারের দরকার নিয়ে প্রশ্ন তুলে ডিপুটি স্পীকারের পদ নাও নিতে পারে। বরং তারা সরকারের সদিচ্ছা নিয়েও প্রস্তাব তুলতে পারে। যাই হোক একটি কার্যকর সংসদ সহ দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারী এবং বিরোধীদলের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। তথ্যসূত্রঃ Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।