আমাদের কথা খুঁজে নিন

   

এগুলান কি শুনতাছি ? ভাবতে ঈদ ঈদ লাগতেছে

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...

কি একটা ভালো বাসা ভাবতে আর শুনতে ঈদ ঈদ লাগতেছে... এই সব কি শুনতাছি ????? এখনকার দেশের মাইনসের কথা বলার একমাত্র টপিক্স হইলো কে মন্ত্রি হচ্ছে আর কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়। তার চেয়ে বড় আগ্রহ রাষ্ট্রপতির পদ নিয়ে। জাতীয় পাটির প্রেসিডেন্ট যেহেতু আগে থেকেই এই পদের দাবী করে আসছেন সেহেতু আওয়ামীলীগ শেষ অবদি রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেয় কিনা। তবে এর চেয়েও বড় বড় খবর উড়ছে বাতাসে। সেরকম একটি হলো শেখ হাসিনা নাকি প্রধানমন্ত্রী হচ্ছেন না।

তিনি এই পদের দায়িত্ব তুলে দিচ্ছেন বাংলাদেশের অন্যতম ক্লিন রাজনৗতিবিদ মতিয়া চৌধুরীর হাতে। সেরকম আরেক খবর হলো এরশাদ নয় দলের পরিক্ষীত নেতা জিল্লুর রহমান হচ্ছে রাষ্ট্রপতি। সেরকমই একটি খবর হলো সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকেও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে না। যদি সত্যি সত্যি শেখ হাসিনা শেষ পর্যন্ত এতটা উদার হয়ে যেতে পারেন তবে বাংলাদেশে বলা চলে সত্যিকারেই দিনবদলের সূচনা হয়ে যাবে। এবং এমন সিদ্ধান্ত- নিলে বাংলাদেশ যে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশের পথে হাটা শুরু করবে তাতে সন্দেহ নেই।

আওয়ামীলীগের মন্ত্রী সভায় এখন পর্যন্ত- যাদের নাম শোনা যাচ্ছে তাতে কোন চুর, ঋণ খেলাপী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীর নাম নাই। এটা আমাদের জন্য ঈদের মত খুশির ব্যাপার। আমরা ব্যাবাকে মনে প্রাণে চাই শেষ পর্যন- মন্ত্রী পরিষদে যেন কোন অসৎ লোকের ঠাঁই না হয়। কায়ও কিছু জানতে এই সর্ম্পকে জানাইয়েন। কন দেখি আপনারা এমন হইলো কি সত্যিই ঈদ ঈদ লাগবোনা



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।