আমাদের কথা খুঁজে নিন

   

বছরের শেষটা হোক যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে

বাংলাদেশে সঠিক ইতিহাস সংরক্ষণের এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাস জানানোর প্রত্যয়ে... www.bangladesh1971.org
আজ ২০০৮ এর শেষ দিন। অনেকের অনেক প্ল্যান আছে এই বছরটাকে বিদায় দেয়া এবং নতুন বছরকে বরণ করা নিয়ে। আমারও একটি প্ল্যান আছে। ১৯৭১ এ বাবা এই দিনটি পার করেছিলেন বিজয়ের আনন্দ মনে নিয়ে। আমিতো সেই বিজয় দেখিনি, শুনেছি মাত্র।

তাই দেশের স্বার্থে সবকিছুতেই এগিয়ে আসার চেষ্টা করেছি নিজের সকল ব্যক্তিস্বার্থ ত্যাগ করে। গত ২৯শে ডিসেম্বর জনগন ১৯৭১ এর ঘাতক দালালদের যেভাবে প্রত্যাখান করেছে তাতে অনেকটা সেরকম বিজয়ের স্বাদ পেয়েছি। জনগন বিশ্বাস করেছে মহাজোটকে। তারা দেখতে চাই এই মহাজোট যুদ্ধাপরাধীদের বিচার আদৌ করে কিনা। ইতিমধ্যে জনমনে এ নিয়ে নানা তর্ক-বিতর্ক শুরু হয়েছে, আদৌ কি সম্ভব যুদ্ধাপরাধীদের বিচার।

কিন্তু তাই বলে শুধু বিশ্বাস করে ঘরে বসে থাকলে কি চলবে? নতুন সরকারকে বার বার স্মরণ করিয়ে দিতে হবে, কেন এবং কিভাবে আজ তারা ক্ষমতায় এসেছে। জনগনের বিশ্বাস ভঙ্গ করলে এদেরকেও ছুড়ে ফেলে দিতে সময় লাগবে না জনগনের। এই কথা মাথায় রেখেই চলতে হবে এই নতুন সরকারকে। এবার আসি আমার ব্যক্তিগত প্ল্যানের কথায়। আমি বছরের শেষদিনটির শেষ সেকেন্ডটিকে বিদায় এবং নতুন বছরের প্রথম সেকেন্ডটিকে বরণ করতে চাই আমাদের জাতীয় পতাকা মাথা বেঁধে, আর সাথে সাথে শপথ করতে চাই এই বলে, আগামী বৎসরের ঠিক এই মুহুর্তের আগে এই দেশের শত্রুদের বিচার কার্য শুরু করার জন্য আমার যেটুকু করার তার চেয়ে যেন অনেক বেশি করতে পারি।

নতুন সরকারকে বাধ্য করতে হবে যেন এক বছরের মধ্যে অন্তত বিচার কার্য শুরু হয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.