আমাদের কথা খুঁজে নিন

   

বছর শেষের কথা......



বছরটা শেষ হয়ে যাচ্ছে। ২০০৫ সালে একবার বছর শেষ হবার জন্য খুশি হয়েছিলাম। কারণ তখন পর্যন্ত জীবনে সবচেয়ে বাজে বছরটা সেটাই ছিল। এবার খুব করে চাচ্ছি ২০০৮ টা শেষ হয়ে যাক, আর জীবনে কোনোদিন এরকম একটা বছর না আসুক। ২০০৫ এও এভাবে চাইনাই, এবার যতটা অস্থির ভাবে চাচ্ছি।

২২ বছরের জীবনে এবারের বছরটা যে নারকীয়!......সবচেয়ে বাজে...... ২০০৭ আমি অস্থির হয়ে গেছি জীবনের ভালো ভালো ঘটনাগুলোর তালিকা করতে করতে। একদম স্বপ্নের মতো গেছে শেষ ৫/৬ টা মাস। আর ২০০৮ এ এসে একমাত্র ক্যামেরা কেনা ছাড়া আর কোনো ভালো/আনন্দদায়ক ঘটনার কথা মনেই করতে পারিনা। মাথায় ঘুরপাক খায় কেবল বাজে স্মৃতি, হাহাকার, হতাশা, বিষাদ, ব্যর্থতা...... জানুয়ারি মাসটা হাল্কার ওপর ঝাপসা চলে গেলো। ফেব্রুয়ারি কাটলো চোখের পানিতে, বিষন্নতায়, দ্বন্দ্বে...।

মার্চ-এপ্রিল-মে এটা-সেটা ভাবে চলে গেলো। বিষন্নতা সংগ ছাড়েনি কিন্তু। জুন কাটলো বেশ আনন্দ আর অ্যাডভেঞ্চারে। বিষন্নতার উপাদানেরাও অনুপস্থিত ছিলো, কিংবা থাকলেও ঝাপসাই ছিলো। মোটামুটি ভাবে বছরের ‘বেস্ট মান্থ’ হয়েই কেটেছে।

জুলাইটা কাটলো নিরামিষ ভাবেই। কী হলো, কী হচ্ছে, কেন হচ্ছে এসব বুঝে নেয়ার আগেই মাসটা চলে গেলো। জুলাই এর শেষ থেকে অগস্ট মাসটা নাইটমেয়ার। প্রতিদিন প্রচন্ড আক্রোশে কেঁদেছি, মনের মধ্যে নিরব আর্তনাদ তুলেছি। এমন একটা জায়গায় ছিলাম যেখানে থাকতেও পারছিলাম না, বেরও হয়ে আসতে পারছিলাম না।

মাটিতে ফেলে রাখা মাছ যেমন পানির জন্য তরপায়, আমিও ঠিক তেমনিভাবে ছটফট করেছি মনের মধ্যে। ... শেষ পর্যন্ত খুব কষ্ট করে জায়গাটা থেকে বের হয়ে এসেছি, আর সেই নাইটমেয়ার ছায়াসঙ্গী হয়ে আমার সাথে সাথে পথ চলে চলে এসেছে। এখনো চলছে। জীবনে দ্বিতীয়বার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কিছু না ভেবেই। একদম ঠাস করে।

সেটার খেসারত দিয়েছি, যেভাবে প্রথমবার দিয়েছিলাম...... সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর নিয়ে কিছু বলার নাই। ঐ ঘটনাগুলোর সাথে, নাইটমেয়ারের সাথে নিজেকে থিতু করে নেবার চেষ্টা করতে করতে সময়গুলো গেছে। নিজেকে শক্ত করে নিতে চেয়েছি, পারিনি। কারও সাথে শেয়ার করতে চেয়েছি, সেটাও পারিনি। এমনকী বন্ধু অনিক কেও বলতে পারিনি, যাকে সব বলি...।

ডিসেম্বর মাসটা যে খুব আলাদা কিছু, তা নয়। তবে অনেক কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে শক্তি নিয়ে নিয়েছি। এখন আমি গত তিন মাসের মত কিছু এলাকা, কিছু মানুষ এড়িয়ে চলিনা, তাদের ফেস করতে হবে এই ভয়ে। এখন ‘তাদের সাথে দেখা হলে হবে’ এমন ভাবনা নিয়ে আমি সাহস করে ঐ এলাকায় যেতে পারি, রিলেটেড মানুষদের সাথে স্বচ্ছন্দ্যে কথা বলতে পারি......কিন্তু নাইটমেয়ার পিছু ছাড়েনা। সময়ে-অসময়ে সে জ্বালাতন করে।

পাগলের মত ঘুড়ে বেড়িয়েছি এই ক’টা মাস। নিজের মনের মধ্যে কী হয়ে যাচ্ছে কাউকে বলতে পারছিনা, কাউকে বোঝাতে পারছিনা, নিজের ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে ভাবনা কীটেরা...প্রচন্ড যন্ত্রণায় নীল হয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে পারছিনা। ...অসহায়......অস্থির......অসংলগ্ন হয়ে চলছি......। নিজের মধ্যেই যুদ্ধ চালাচ্ছি, আঘাত করছি, আহত হচ্ছি......। বছরটা চুপচাপ ভালোয় ভালোয় শেষ হয়ে যাক, এইটাই চাই।

৩১ ডিসেম্বর রাত ১২টা বাজার সাথে সাথে হাফ ছাড়তে চাই। পেছনে ফেলে দিতে চাই সব অসহায়ত্ব......। একটা নতুন 'আমি' নতুন জীবন শুরু করতে চাই......। ২০০৯ আরেকটা স্বপ্নের মতো বছর হয়ে আসুক। যা কিছু অঘটন, যা কিছু দুঃখ , হতাশা, বিষাদ, ব্যর্থতা যা ইচ্ছে তাই সব ২০০৮ এর সীমানাতেই থেকে যাক।

২০০৯ এ আমার আত্মা প্রবেশ করুক সব ভালো নিয়ে, সব স্বপ্ন নিয়ে, সব হাসি-আনন্দ নিয়ে। এবং পারলে আমি ২০০৮ ভুলেই যেতে চাই। বালের এই বছরটা মনেই রাখতে চাইনা। আগামীকাল নিজেকে সময় দেবো, অনেক কিছু নিয়ে ভাববো, চিন্তা করবো......কাল ব্লগে লেখালেখি হবেনা......তাই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আগাম দিয়ে দিলাম.........। সবাই ভালো থাকবেন...।

যার যার মতো ভালো......। সাদা-কালো-লাল-নীল যা ইচ্ছে তাই ভালো......।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।