আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রকোনায় চারদলীয় প্রার্থীর পক্ষে শাড়ি বিতরণকালে আটক এক

Hope is immortal

নেত্রকোনা-২ আসনে চারদলীয় প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে শাড়ি, বিড়ি ও জর্দা বিতরণকালে সদর উপজেলার খতিবনগুয়া এলাকা থেকে রোববার রাতে স্থানীয় লোকজন এক জামায়াত নেতার গাড়ি ও চালককে আটক করেছে। এ সময় জনতা উপজেলা জামায়াতের স্থানীয় নেতা শেখ উসমান গনি দুলালকে আটক করলেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নেত্রকোনা-২ এ আসনে (সদর, বারহাট্টা) বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন খানের পক্ষে তারা এসব মালামাল বিতরণ করছিলেন। এ আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের আশরাফ আলী খান খসরু।

নেত্রকোনা পৌরসভার ওয়ার্ড কমিশনার হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে জামায়াত নেতা দুলাল জর্দা কারখানার মালিক শেখ উসমান গনি দুলাল তার গাড়ি নিয়ে খতিবনগুয়া এলাকায় ভোটারদের মাঝে শাড়ি, বিড়ি ও জর্দা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে গাড়িসহ আটক করলে দুলাল ও তার লোকজন আটককারী বিল্লাল, ইউসুফ আলী, উসমান, বাচ্চু, হোসেন উদ্দিন, কামাল ও অ্যাডভোকেট পারভেজকে মারধর করে এবং গাড়ি ফেলে পালিয়ে যান। লোকজন গাড়ির চালক রফিক উদ্দিনসহ গাড়িটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় আটক মালামালও জমা দেয় তারা। নেত্রকোনা সদর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান- গাড়ি, গাড়ির চালক রফিক উদ্দিন এবাং আটক মালামাল পুলিশের হেফাজতে আছে।

এ ঘটনায় কমিশনার হেলাল উদ্দিন বাদী হয়ে শেখ উসমান গনি দুলালসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.