আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রকোনায় বাস উল্টে আহত ৩০

শনিবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২১ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, বাসটি কলমাকান্দা উপজেলার সিদলী বাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে বিকাল সাড়ে ৪টার দিকে।
ঠাকুরাকোনা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি উল্টে যায়।
আহতদের মধ্যে রয়েছেন ইদ্রিছ মিয়া (৪৫), খায়রুল (৩৫), শান্তু মিয়া (৩৫), তহুরা (৪০), ফাহিম (১৮), শ্যামল (২৫), ধনু মিয়া (৩০), সুমন (৩৫), আলামিন (৪৫), বাবুল (২৫), মঞ্জুরুল (৩৩), কৃষ্ণ রায় (৩০), লিটন (৩০), সাদেক (৩০), উজ্জ্বল (২০), জালাল উদ্দিন (৪০), মন্তু মিয়া (৩০), মোতালেব (৫০), আশরাফ উদ্দিন (৫০), আব্দুল কদ্দুছ (৫২), সুহেল মিয়া (৩০) ও লিটন মিয়া (৩৫)। 
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান লাভলু জানান, আলামিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.