আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২৩৯ (ফেবু ও বন্ধুত্ব)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! আমি কয়েকদিন পর ফেইসবুক থেকে অনেককে আনফ্রেন্ড করে দেই। আসলে যাদের সাথে সারা বছরে কখনো কথা হয় না, এমনকি যোগাযোগ নেই। তাদেরকে আমি আমার বন্ধু তালিকা থেকে মুক্ত করে দেই। আমার কাছে বন্ধুত্ব শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা মায়াময় ভাব চলে আসে।

যত বন্ধু তত অস্থিরতা। সে কি করছে, কেমন আছে এরকম হাজার প্রশ্ন ভিড় করে আমার মাথায় । এই দুশ্চিন্তাতে শরীর খারাপও হয়ে যায়। আমার এই আবেগপ্রবন মন আমাকে বড্ড ভোগায়। এজন্য আমার প্রচন্ড মন খারাপ হলে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাই।

তখন নিজেকে গুছিয়ে উঠে দাঁড়াতে বেশ সময় নেই। আসলে হেরে যাওয়া সময়গুলো বন্ধুদের প্রাণোদনা নতুন করে ঘুরে দাঁড়াতে খুব সাহায্য করে। আমি সহসা কারোর বন্ধু হই না। আমি অনেক বেশী আত্মকেন্দ্রিক তাই কাউকে আপন করে নিতে আমার অনেক বেশী রকম ভাবতে হয়। কেননা, বন্ধু হয়ে যাওয়া কঠিন কিন্তু সেই বন্ধুত্বকে ধরে রাখা তার থেকেও কঠিন।

আমার কাছে আমার বন্ধুরা হৃদয়ের অংশ। তাই ভালোবাসার অংশগুলো শুধুর তাদের জন্যে জমা। ৫ই ফ্রেবুয়ারী , ২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৩৯/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।