আমাদের কথা খুঁজে নিন

   

জানতে পারো? ভাবতে পারো?

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

জানতে পারো? ভাবতে পারো? এখনো তোমার সেই অবয়ব যায় ছুঁয়ে যায়-মন যে কারো! এখনো তোমার সেই হাসিমুখ বৃষ্টি ধারায়- কেউ যে খোঁজে- তোমায় ঘিরেই সব কবিতা- পৌঁছে কি তা‍‌- তোমার কাছে? জানতে পারো? ভাবতে পারো? এখনো তোমার সেই কটা দিন কেমন হীরক, স্বর্ণ কারো? কেমন রাতের দীর্ঘ ছায়ায় যাও ঢুকে যাও- কষ্টে কারো- তোমার সুরেই ভগ্ন বীণা কেউ যে বাজায়- শুনতে পারো? জানতে পারো? ভাবতে পারো? সব পৃথিবী ঝাপসা হলে তুমিই থাকো, স্পষ্ট আরো! এই যে আজো খুঁজতে থাকি পথের মাঝে - হঠাৎ তুমি কেউ কি জানায়-সেই পরিহাস পাথর শহর, নিথর ভূমির? কেউ কি জানায় তোমার দেখা- স্বপ্ন গুলোই নিত্য খুঁজি- কেউ কি জানায়-ঘুম ভাঙ্গা গান সত্যি ভেবে- কেমন কাঁদি ? জানতে পারো? ভাবতে পারো? কেমন করে শহর তোমায় রাখছে পৃথক, অন্ধ আরো! কেমন করে রাখছে স্মৃতি অন্য গ্রহে, বন্ধ আরো কেমন ব্যথায় শহর জানায়- সেই তুমি আজ-অন্য কারো! কেউ কি বলে- তোমায় ভেবে একটি মানুষ কেমন বাঁচে শব্দ ছাড়াই শব্দ মালায় কী চারু প্রেম, নিত্য গাঁথে ! ভাবতে পারো? বুঝতে পারো? কোন বাঁধনের শক্ত সুতোয় কেউ রয়ে যায়, আপন আরো! যে প্রেম রাখে দূরের মানুষ অলীক মায়ায়- এমন কাছের হয়তো তোমার হয়নি জানা সেই দৃঢ় প্রেম, সত্যিকারের!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.