আমাদের কথা খুঁজে নিন

   

নেতা ও ভোটার

আমার এই পথ চলাতেই আনন্দ

নেতা ঃ তাকে সবাই কমবেশি চিনে। তার আছে সুনাম /দুর্নাম। তার আছে প্রভাব প্রতিপত্তি । তাকে ঘিরেই নির্বাচন। তার জন্যেই তৈরি করা হয়েছে সংসদ ভবন।

তার কথা বিবেচনায় রেখেই ডাকা হয়েছে এই নির্বাচনের । তিনি নেতা যিনি ভোটের সময় টোকাইকে ও বাবা বলেন , ফকিরকে খালু বলেন অনায়াসে। তার কোয়ালিটি অব ম্যানেজমেন্ট অত্যন্ত কৌশুলি টাইপ হয় । তিনি য়া বলেন তা যদি লিখে রেখে কয়েক দশক পর তাঁকে দেখানো হয় তাহলে তাাঁর কিন্ঞ্চিত খারাপ লাগবে না অথচ সাধারনে চমকে উঠবে । আরে ভাই তিনিই নেতা যিনি ভোট পান।

নির্বাচিত হন। ভোটারঃ তিনি বাংলাদেেশর নাগরিক সনদ পাওয়া একজন মানুষ। প্রতি ইলেকশনে তিনি আঙ্গুলের ছাপ দিয়ে তার অধিকার প্রতিষ্ঠা করেন। তাঁকে সবাই চিনে না। তার কোনো প্রভাব নেই ।

তার জন্যে তৈরি করা হয়েছে রাস্তার পাশে এলোমেলো কিছু পাবলিক টয়লেট যেখানে টাকা ছাড়া কোন প্রবেশ নিষেধ। তাকে টাকা না থাকলে রাস্তার পাশেই প্রাকৃতিক প্রয়োজন মেটাতে হয়। তিনি বাংলাদেশের সম্পদ যিনি তার সমর্থিত দলের জন্য লাফালাফি করে কিছু টাকা আয় করে নির্বাচনী সময়টা মোটামুটি ভালোই কাটান। তারপর না খেয়ে কাটান। হে নেতা ও ভোটার তোদের সবাইকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়ে চলে যাচ্ছি ভোট কেন্দ্রে দেখব বলে কোন নেতা হলেন জয়ী ।

সন্ত্রাশী না চাঁদাবজি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.