আমাদের কথা খুঁজে নিন

   

এরাই নেতা, কেননা নেতা হওয়ার মতো মানুষদের নেতা হতে দেয়া হয় না

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই একটা সংবাদ শেয়ার করি । সংবাদটি এই রকম - -- রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন বাংলা মদ খেয়ে মাতাল হয়ে কোরবানীর পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের গালিগালাজ করায় যুবলীগ কর্মী রোমান মিয়া তাকে জুতাপেটা করে। গত শুক্রবার রাতে ভুলতা হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত গরুর হাটে পুলিশের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানায়, মাদকাসক্ত হয়ে গরুর হাটে ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় যুবলীগ কর্মী রোমান মিয়া প্রতিবাদ করলে তাকে মারধর শুরু করে।

এতে প্তি হয়ে রোমান মিয়াও আওয়ামী লীগ সভাপতিতে জুতাপেটা করে। ঘটনাটি এলাকায় বেশ উত্তেজনা সৃষ্টি করলে পুলিশ ঘটনাস্থল থেকে রোমান মিয়াকে আটক করে। গতকাল শনিবার সকালে আটককৃত রোমান মিয়াকে আদালতে প্রেরণ করা হয়। আমির হোসেন জানান, গরুর হাটে গিয়ে চাঁদা দাবি করায় যুবলীগ কর্মী রোমান মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। তার বাড়ি উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ গ্রামে।

পিতার নাম নাজির উদ্দিন মিয়া। এবার সামান্য কথা : নরসিংদির পৌর মেয়র লোকমান হোসেন খুন হয়েছেন। এই খুনের পেছনে অন্যতম কারণ তিনি ছিলেন সফল ও জনপ্রিয় নেতা। জনপ্রিয় ও সফল নেতাদের খতম করার মাধ্যমে এটাই ম্যাসেজ দেয়া হয় যে, বড় হওয়ার চেষ্টা করো না। ফলে যারা বেঁচে থাকে, তারা চাটুকার হয়ে গিয়ে ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেনের মতোই হয়।

এদেরকেই দলের মধ্যে বাঁচিয়ে রাখা হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.