আমাদের কথা খুঁজে নিন

   

মিরপুরে রাজাকার'রা ক্যানভাস করে - বুট দিলে মুক্তিযুদ্ধা বীরপুথিক রেই দেন

FROM MIRPUR DHAKA

আজ সকালে চা খেতে কিছু বন্ধু মিলে বাজারের দোকানে গিয়ে বসলাম - আলাপে আলাপে রাজনীতি বিএনপির দুর্নীতি দেশনীতি পেটনীতি বাজারের দর অর্থনীতি ধর্মনীতি - ইত্যাদি নিয়ে যখন হুলুস্তল অবস্থা - এরই মাঝে এলো এক টুপি জোব্বাধারী এক মুখচেনা খাঁটি রাজাকার - এসেই বয়ান উপদেশ শুরু করে দিল - "আইচ্ছা তুমরা তো শিতখিত পুলাপাইন - অনিক জানাশুনা পড়ালিখি করা পাছ দেয়া - ইবার কওতো ক্যারে দিতাম বুট - আম্লিগ'রেও দেকলাম - বিএম্পই'রেও দেকলা - এরশাদ'রেও দেকলাম - ছবাই দেশরে ১২টা বাজায়া ১৩টা ঝুলাইছে - এহন আমাগেরেই বদলাইতে হইবো - চলো সপ্তে মিল্লা জমাতিস্লামিরে বুট দেই - অরা বালা মানুছ - নীতি ধর্ম জানে - আল্লাবিল্লা করে - অরা কারও আগেপেছে নাইকা" - তখন আমি বললাম - "চাচা অরাতো দেশের শত্রু - স্বাধীনতার শত্রু - ধর্মের শত্রু - বদমাইশ রগকাটা পার্টী - অরা পাকিস্তানের দালাল - অরা এখনো দেশেরেই স্বীকার করে নাই - অরাতো কোন নারীজাতিরেই দামদেয় না - নারীগো নেতাও মানেনা কইয়া অলরেডি ভন্ডের ওস্তাদ হইয়া গেছে - তার উপরে আবার পাকিস্তানীগো সাথে যেইয়া রাজাকারী করছে - তাতো আমাগো চেয়ে আপনেরই বেশী জানার কথা - দুর্নীতিবাজগো লয়ে মিল্লা - পুরা চোরের জট হয়া গেছে" তখন সে রেগেমেগে আগুন - বললো "অইমিয়া তোমাগো বালাই মনে হইছিল এহনতো দিখতাছি বালা মানুছ না তোমরা - কি জানছ - গন্ডগলের সমেতো তোগোর কেউরই জরমো অয়না - পাকিস্তান থাকতেই আমরা বালা আছিলাম - কমদামে বাজার খাইছি - পাঞ্জাবীগো কইলজাডা যে কত বড় - অগো লগে আমরা শান্তিতেই আছিলাম - অরা আমাগো যেই পেয়ার করতো - তা তোরা কেমতে দেখবি - ঐ সেকের বাচ্চা শালায় যত গন্ডগলের মাতা - অগো মনে আগুন লাগায়া দিছিল - তোরা জানসনা পাঞ্জাবীরা কত দিলদার - আমি অগো ক্যাম্পে কত গেছিলাম - যাকইলি সব মিথ্যা কথা - আর জমাতিরা আছে দেইখ্যাইতো ধর্ম আছে - এতো দেশ দেশ করস - মরলে কি দেশ তোমাগো লগে যাইবো" আমি বলি "চাচা চেতেন কেন - আমরাতো কোন বালা লোকই দেখতাছি না - আর - ভোট এবার রাজাকাররে যেমন দিমু না - তেমনি রাজারের দালাল'গোরেও দিমু না" জবাবে "না না চেতি নাই - তয় - তোমরা এক কাজ করতে পার -না ভোট- দেও" এই বলেই সে চায়ের পয়সাটা না দিয়েই চলে যাচ্ছিল - এমন সময় একজনকে দেখে পকেট থেকে আমাদের এলাকার বিএনপির চারদলীয় জোট প্রার্থীর লিফলেট বেড় করে - লোকটার হাতে দিয়ে বললো "বাই বুট দিলে এই মুক্তিযোদ্ধাকেই দিয়েন - সে একজন দেশ প্রেমী বীরপথিক(বীরপ্রতিক) - দেশ দরদী পাক্কা মুসলমান"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।