আমাদের কথা খুঁজে নিন

   

মিরপুরে সিআরপিতে আগুন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মিরপুরের ভাষাণটেকে সিআরপি ভবনের দশম তলায় আগুন লাগে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার ব্রিগেডের পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) মেজর মো. জিহাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪ তলা ভবনের দশম তলায় রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রামের (আরএইচএসটিইপি) কার্যালয়ে আগুন লাগে।
আগুনে তাদের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে আরএইচএসটিইপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা আবুল কাশেম জানান।
মেজর জিহাদুল জানান, ভবনের প্রথম থেকে সপ্তম তলা পর্যন্ত সিআরপির কার্যক্রম পরিচালিত হয়। ফায়ার সার্ভিসের একটি দল প্রথমেই রোগীদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনে।
ভাষাণটেক থানার ওসি হোসনে আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাহিদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।