আমাদের কথা খুঁজে নিন

   

কাগুর বিভাহ বালির বাধঃ বিদাই সামুবলগ!



হইলু না। পাপিশ্ঠ কপিখুর মডুর ছক্রান্থে পাঁসিয়া কাগু আবারউ জেনারেলের দাইত্থ পালনে বাদ্য হইতেচে। কাগুর বিভাহ আবারউ হুমকির সম্মুকে। ঐথিজ্যবাহি দেওয়ান ভংশ দংশের মুকে। দেওয়ানবাড়িকে বাঙলাদেশের ছতুর্ত রামসার ছাইট গুশনা করিবার জন্য আলাপ আলুছনা ছলিতেছে।

তবে কাগু বুজিতে পারিয়াছে, এ সকলই সামুবলগের বেবসা জমানুর কেলা। তাহারা কাগুকে জেনারেল করি উয়াছ করি দেকিছে কাগু পথিবাদে আমদুলনে পতে নামিছে, বাথিজাবাথিজিদের সঙ্গে করি মিচিল করিছে, দাভিদাউয়াহাদুমপাদুম করিছে। তাই তাহারা কাগুর আথপাও সুতা দি বান্দি কাগুরে দি পুথুলনাছের ইতিকতা কেলাইথে ছাই। কিন্থুক কাগুর ছালছাম্রা ত ছাগুরামের নেয় ইছটিল দি তৈয়াড় নই। এই অপমাং কাগু সহিভেক না।

তাই কাগু হাপাথথ বিদাই লইতেছে। ছেপ না করিলে কাগুর পিরিয়া আসার সম্বাবনা কম। অভশ্য ছাগুকলুদিগের হাদুমপাদুম বাড়িলে কাগু আসিলেউ আসিথে পারে, বলা মুশখিল। হাপাথথ কাগু রাইছুর নেয় পস্থাম করিভেক। বাথিজাবাথিজিরা, সুকে তাকিউ।

ছাগুদের ডেলি ুন্দাইউ। ইথি তুমাদের পিয় কাগু, আলিপ দেওয়ান (বি.কম.), বাইতুল দেওয়ান, দেওয়ানহাটা, দেওয়ানগঞ্জ, দেওয়ানপুর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.