আমাদের কথা খুঁজে নিন

   

ছড়ার দেশ

পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।
এই মাত্র অফিস এসিস্ট্যান্ট আমার নামে আসা একটা ব্রাউন কালারের খাম দিল -প্রেরক ইশতিয়াক আহমদ । খামের ভিতর পেলাম দুইটা লিটল ম্যাগ -ছড়ার দেশ আর ড্যাফডিল । প্রথমেই হাতে নিলাম ইশতিয়াক আহমেদ সম্পাদিত "ছড়ার দেশ" -এটিই প্রথম সংখ্যা । বাংলাদেশে ছড়ার একটা সম্পুর্ন পত্রিকা প্রকাশের তাড়না থেকেই ছড়ার দেশের জন্ম । তথাকথিত কাব্য ব্যবসায়ীদের নাক ছিটকাটানোকে উপেক্ষা করে এবং বাজারের যুগে বিক্রির (বা প্রসার ) ব্যপারে চিন্তা না করে এমন উদ্যোগ যারা নিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ দিতেই হয় । "ছড়ার দেশ" এর জয় হোক ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।