আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি "না" আসলে "হ্যা"?

ইমরোজ

অনেক আলোচনা, সমালোচনা করে চিন্তা করে তথাপি নিজেকে সেই সব পরিস্থিতির মধ্যে বাথরুমে বসে বসে কল্পনা করে আমি বিশাল একটা জিনিস আবিষ্কার করে ফেললাম। আবিষকারটা প্রথমে বলব না ভাবতেছিলাম। কিন্তু পেটের মধ্যে রাখতেও পারতেছিনা। নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারও অংশ নিছে তারা ৩০০ আসনেই প্রার্থী দিছে তাদের মার্কা হইলো গিয়া "না" যদি না ভোটে দেশের ৩০০টা আসনের মধ্যে ১৭০টা জিতবার পারে, তাইলে বুঝতে হইবে, এই সরকারই আবার ক্ষমতা পাইবে তেমন হইলে খুব খুশি হই, ফখরুদ্দিন আঙ্কেলকে আমার অনেক ভালো লাগে। তাঁর মত শিক্ষিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে থাকলে, দেশের মানুষ অনেক শান্তি পাবে! (ফানপোস্ট)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।