আমাদের কথা খুঁজে নিন

   

গোপাল ভাড়েঁর একটা গল্প মনে পড়লো .....

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

কুমিল্লার দেবীদ্বারে রেবের সাথে বন্দুক যুদ্ধের পর কয়েকজন জঙ্গী গ্রেনেডসহ ধরা পড়েছে - খবর আর তার সাথে আনুসাঙ্গিক খবরগুলো পড়ে গোপাল ভাড়েঁর একটা গল্প মনে পড়লো। গল্পটা বলার আগে একটা প্রশ্ন করি, যদি কেউ উত্তরটা জানেন দয়া করে জানান। রেব মানুষ মারছে বিনাবিচারে আর একটা গল্প বরারবরের মতোই বলে যাচ্ছে - অস্ত্র উদ্ধারের সময় প্রথম রেবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় - পরে পাল্টা গুলিতে ব্যক্তিটি মারা যায়। কিন্তু যখন রেব জঙ্গী ধরে তখন পাল্টাগুলিতে কোন জঙ্গী মারা গেছে কি কখনও? কেন মারা যায় না? যাই হোক এবার গল্পটা বলি - গোপাল ভাড়েঁর পড়শীর সাথে সংগত কারনেই ভাল সম্পর্ক নেই। সবসময় বিবাদ বিসংবাদ লেগেই থাকে।

তাই এদের মধ্যে যোগাযোগ একরকম বন্ধই। এরই মধ্যে একদিন দেখা গেল পাশের বাড়ীতে মহাধুমধামে ভোজের আয়োজন চলছে। শত শত অতিথি আসছে - চমৎকার খাবারের বাসনা গোপালের বাড়ীতে ঢুকছে। গোপাল ভাড়ঁ কৌতুহলী হয়ে খবর নিয়ে জানলো - ঐ বাড়ীর একটা ছেলে মারা গেছে - যারা শ্রাদ্ধানুষ্টান চলছে। গোপাল তাকে নিমন্ত্রন না করায় খুবই মনঃক্ষুন্ন হলো।

ভাবতে লাগলো কিভাবে এর জবাব দেওয়া যায়। ভাবতে ভাবতে অবশেষে নিজের ছোট ছেলেকে টেনে ছাদে নিয়ে গিয়ে পাশে বাড়ীর উদ্দেশ্যে চিৎকার করে বলা শুরু করলো - "এই দেখ, আমারও ছেলে আছে, এই ছেলে মারা গেলে বিরাট শ্রাদ্ধের আয়োজন করা হবে। তখন তোমাদের দাওয়া দেবো না, বলে রাখলাম কিন্তু"। বাংলাদেশের মজার রাজনীতি দেখে মনে হচ্ছে জঙ্গীবাদ মনে হয় একটা দারুন মজার বিষয়। একদিনে একদল বলছে - বাংলাদেশের জঙ্গীবাদ হলো বিদেশী মিডিয়ার প্রচারনা - আবার এরাই বলছে জঙ্গীরা হত্যঅর জন্যে গ্রেনেড নিয়ে এসোছিলো।

তাইলে এখন সবাই বলি - বাংলাদেশের জঙ্গীবাদ নির্মূল হ্উক। জামাতসহ সকল মৌলবাদী রাজনৈতিক দল - যা মুলত জঙ্গীবাদের জনক - তাদের রাজনীতি নিষিদ্ধ করা হউক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।